গোবিন্দগঞ্জের প্রাচীন মাস্তা মসজিদ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে এবং কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার থেকে ১ কিলোমিটার উত্তরে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে মাস্তা মসজিদ অবস্থিত। কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের প্রাচীন লাল মসজিদটিই ‘মাস্তা মসজিদ’ নামে পরিচিত।
বৈশিষ্ট্যের জন্য ধারণা করা হয় প্রাচীন এ মসজিদটি মোঘল আমলে নির্মিত। সুপ্রাচীন এ মসজিদ ইসলামী ঐতিহ্যের অনন্য নিদর্শন হয়ে আছে। গোবিন্দগঞ্জ উপজেলায় পুরাতন মসজিদগুলোর মধ্যে স্থাপত্য বৈশিষ্ট্যের অন্যতম নিদর্শন এই প্রাচীন মাস্তা মসজিদ।
এলাকায় জনশ্রুতি আছে–এককালে এই এলাকায় বাদশা ফকির নামে একজন প্রভাবশালী ও ধর্মপরায়ণ ব্যক্তি বাস করতেন। তিনি এ মসজিদটি প্রতিষ্ঠা করেন। তার ও তার উত্তরসূরির আসল পরিচয় আজও মেলেনি। প্রকৃতপক্ষে মসজিদটি কোনো সময় নির্মিত হয়েছে তা কোনো সূত্র থেকেই আজও জানা যায়নি। তবে মসজিদের নির্মাণ কৌশল ও মোঘল আমলের মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্যের সূত্র ধরে অনুমান করা যায় মাস্তা মসজিদটি মোঘল আমল ১৬ শতকের কোনো এক সময় নির্মিত হয়েছিল।
মাস্তা মসজিদের গঠন শৈলী একদম সাদামাটা। প্রস্থ ১৬ ফুট এবং ৩৫ ফুট দৈর্ঘ্যরে মূল মসজিদটিতে সম-আকৃতির তিনটি গম্বুজ আছে। চারকোণে চারটি স্তম্ভ রয়েছে। প্রায় সাড়ে চার ফুট চওড়া দেওয়ালের কারণে মসজিদের ভেতর অংশের আকৃতি প্রস্থে সাত ফুট আর দৈর্ঘ্যে ২৬ ফুট। ভেতরে দুই সারিতে নামাজ আদায় হয়ে থাকে। মসজিদের কোনো জানালা নেই, প্রবেশ পথ তিনটি। ভেতরে কোনো কারুকাজ নেই। মুসল্লি আধিক্যের কারণে সম্প্রতি মসজিদটির সামনের অংশ বর্ধিত করে নামাজের স্থান করা হয়েছে।
প্রাচীন মাস্তা মসজিদ ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যে কোনো যানবাহনেই গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাজারে এসে সেখান থেকে ১ কিলোমিটার দূরত্বে রিকশা-ভ্যান কিংবা হেঁটে যাওয়া যায়।
এসএ/