ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে তা ধরা পড়বে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মহাখালীতে আয়োজিত ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, "অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ চলছে। এখন কেবল উন্নয়ন দেখানোর প্রবণতা থেকে সরে এসে উন্নয়নের কৌশল পরিবর্তন করা জরুরি।"
রাজস্ব খাতে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, "বেশিরভাগ প্রতিষ্ঠান ধ্বংসের মুখে রয়েছে। অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলোর জন্য প্রয়োজনীয় ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। এই অবস্থার পরিবর্তনে মাল্টিলেটারাল ও বাইলেটারাল সহযোগিতার আশ্বাস মিলেছে। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে বিদেশি সহযোগিতাও কমে যাবে।"
টাকা পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, "পাচার হওয়া টাকা ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে প্রাইভেট বা পাবলিক সেক্টর থেকে কেউ টাকা পাচার করলে তাকে ধরা হবে। অর্থনৈতিক খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদক্ষেপ কার্যকর হবে।"
সেমিনারে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের প্রচলিত ধারণায় পরিবর্তন আনার সময় এসেছে। অর্থ উপদেষ্টা জানান, প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত না করে প্রকল্প গ্রহণের যে সংস্কৃতি চালু হয়েছে, তা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।
এই সেমিনারে অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সেমিনারের আলোচনায় বাংলাদেশে আর্থিক সংস্কারের প্রয়োজনীয়তা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে।