তারল্য সংকট মেটাতে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা পেল দুর্বল সাত ব্যাংক
ছবি: সংগৃহীত
তারল্য সংকট নিরসনে দেশের সাতটি দুর্বল ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা সহায়তা প্রদান করেছে নয়টি শক্তিশালী ব্যাংক। যদিও এসব ব্যাংক থেকে মোট ১১ হাজার ১০০ কোটি টাকার চাহিদা জানানো হয়েছিল। এ সহায়তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ইসলামী ব্যাংক, যা সাতটি ব্যাংক থেকে মোট ২ হাজার ৯৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা প্রদানের এ সিদ্ধান্তে গ্রাহকদের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে।
সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে-সোশ্যাল ইসলামী ব্যাংক, যা ছয়টি ব্যাংক থেকে ১ হাজার ১৭৫ কোটি টাকা পেয়েছে। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে পেয়েছে ১ হাজার কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ২৯৫ কোটি টাকা।
তারল্য সহায়তা প্রদানকারী ব্যাংকগুলো হলো- সোনালী, মিউচুয়াল ট্রাস্ট, ইস্টার্ন, শাহজালাল ইসলামী, সিটি, ব্র্যাক, পুবালী, ঢাকা এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখতে শক্তিশালী ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, "অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট নিরসন জরুরি।"
সম্প্রতি ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলোকে নগদ অর্থ সরবরাহ বন্ধ করায় এসব ব্যাংকে তারল্য সংকট দেখা দেয়। সংকটের কারণে অনেক গ্রাহক তাদের আমানত থেকে ন্যূনতম ২০ হাজার টাকা তুলতেও সমস্যায় পড়েন। এ পরিস্থিতিতে গভর্নর সবল ব্যাংকগুলোর কাছ থেকে নগদ ঋণ নেওয়ার বিষয়টি অনুমোদন করেন, যা দুর্বল ব্যাংকগুলোকে সাময়িকভাবে সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে।
নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, শক্তিশালী ১০টি ব্যাংক তাদের অতিরিক্ত তারল্য দিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহযোগিতা করতে সম্মত হয়েছে।