বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

শিব-হরির প্রথম ছবি ‘সিলসিলা'

ভারতীয় হিন্দি ছবির সুরের, সঙ্গীতের আর গানের ভুবনে অনন্য এক নাম সিলসিলা। বক্স অফিসে ১৯৮১ সালের ছবিটি মোটে ৩৫ মিলিয়ন রূপী ব্যবসা করেছে। এই ছবির গানগুলোর গল্প লিখেছেন ওমর শাহেদ

১৯৮১ সালে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক যশ চোপড়া তার দেশের বিশ্বখ্যাত ‘সন্তুর’ বাদক ও বাঁশিওলা ‘পন্ডিত শিবকুমার শর্মা’ ও ‘পন্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া’কে ভালোবেসে ‘শিব-হরি’ জুটি নামে ডাকলেন। এই তাদের নাম হলো। তিনি তাদের তার ‘সিলসিলা’ ছবির জন্য সঙ্গীত তৈরি করতে প্রস্তাব দিলেন। এই শুরু হিন্দি ছবিতে শিব কুমার শর্মা ও পন্ডিত হরি প্রসাদ চৌরাসিয়ার অনন্য বাদন ও সঙ্গীতজ্ঞের অসাধারণ জীবনের। এরপর ১৯৮০ ও ১৯৯০’র দশকে পন্ডিত শিবকুমার শর্মা ও পন্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া হিন্দি ছবিগুলোর জন্য তাদের জনপ্রিয় সুরগুলো তৈরি করেছেন। তারা সন্তুর বাজিয়েছেন, বাঁশি বাজিয়েছেন। সঙ্গীত পরিচালক হয়ে কাজ করেছেন ‘চাঁদনী’, ‘দ্বার’, লামহের মতো ছবিতে। আরো অনেক ছবিতে চিরসবুজ গানগুলো বেছে সঙ্গীত পরিচালনায় সেগুলোকে চিরস্থায়ী করেছেন।
তবে শুরুতে অনেক গঞ্জনা সইতে হয়েছে তাদের। এই বিষয়ে পন্ডিত শিবকুমার বলেছেন, “আমার মনে পড়ে, শুরুতে হিন্দি ছবিতে ক্লাসিক্যাল মিউজিক বা উচ্চাঙ্গ সঙ্গীতকে নিয়ে আসায় আমাদের সারা দেশের উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের অনেক বেশি সমালোচনা সইতে হয়েছে। লোকেরাও জিজ্ঞেস করতেন, ‌‘টাকার জন্য কেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত, শিল্পকলাকে আমরা দুজনে এভাবে পরিবেশন করে যাচ্ছি?’ ফলে বুঝতে পারলাম এর কারণগুলোর পক্ষে আমাদের দাঁড়াতে হবে, সবাইকে জানাতে হবে। ফলে অনেক সেশন কাটালাম সিলসিলা ছবির দৃশ্য, লোকেশন, গল্প নিয়ে। যশরাজজির সঙ্গে আলোচনায় অনেকটা সময় গেল। তিনি আমাদের চিত্রনাট্যটিও দিলেন। দুজনেই খুব মনোযোগ দিয়ে পড়লাম।”
এরপর কাজ শুরু করলেন পন্ডিত শিবকুমার শমা-সন্তুরের জাদুকর ও বিশ্বখ্যাত বংশীবাদক পন্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া। এই ছবির অসাধারণ সুন্দর গানগুলো অমিতাভ বচ্চন, রেখা, জয়া বচ্চন, শশী ও সঞ্জীব কাপুরকে যশ, খ্যাতি এবং সাফল্য দিয়েছে। তারা সবাই অনন্য, অন্য ধারার গানগুলোর জন্য আরো বিখ্যাত হয়েছেন। যেমন একটি সুপারহিট গান হলো-‘রঙ বারসে’। রেখা ও অমিতাভ, জয়া বচ্চন ও সঞ্জীব কাপুর অভিনয় করেছেন। গেয়েছেন লতা মুঙ্গেশকর ও অমিতাভ। আরেকটি সুপারহিট-নীল আসমান সো গায়া’। গানটি রেখা লতা মুঙ্গেশকরের কণ্ঠে অভিনয় করেছেন। এই ছবিটির সুরগুলো অবিশ্বাস্য।
সিলসিলার জন্য নিজের কাব্য প্রতিভা দিয়ে হরি প্রসাদ চৌরাসিয়া আবার তৈরি করেছেন ‘ইয়ে কান আ গায়ে হাম।’
‘নীল আসমান সো গায়া’ নিয়ে বিশ্বখ্যাত বাঁশীবাদক বলেছেন, ‘আমি টিউনের সুরটিকে পছন্দ করেছিলাম, আমার ভালো লেগেছিল। আমাদের জন্য গানটি লতাজিতে গাইতে বলেছিলাম। গানটিতে একটি পূর্ণ ছবির গানে অন্যগুলোর মতো তৈরি করতে বলেছি।’ এই গানের শুরুতেই আছে পন্ডিত শিব কুমার শর্মার সন্তুর বাদন! এটি বিখ্যাত রং বারসে গানটির আগে ছবিতে যুক্ত করার কথা ছিল। এখানেও আছে। শিব-হরি জুটি এর আগে চেয়েছিলেন, এটি একটি হরি গান গাওয়া হোক। ফলে হরি প্রসাদ আবার সংগ্রহ করলেন, ‘আহমেদাবাদ কা হায়, উসে গাভা দিয়া, জায়সে গালে মে হাত ডাল কে।’ তবে যশরাজ গানটি অমিতাভকে দিয়ে গাইয়ে চমকে দেবেন বলে আরো ভেবে চাইলেন, অমিতাভের বাবা হরিবংশীরাই বচ্চন তার ছেলের জন্য গানটি লিখুন। তবে ভারতের এই বিখ্যাত কবি তখন মুম্বাইতে। তাকে টেলিফোন করা হলো। মোটে এক ঘন্টার মধ্যে ছেলের জন্য রং বারসে লিখে দিলেন হরিবংশী রাই বচ্চন। ‘তিনি এত অল্প সময়ে লেখার কারণ হলো উত্তর প্রদেশের প্রত্যন্ত এলাকার একজন গীতিকবির লেখা গান থেকে এটিকে রূপান্তর করেছিলেন। প্রায় কোনো মুহূর্তই নষ্ট করেননি, যখন তার ছেলে গানটি গাইবেন জানলেন’-স্মৃতির জানালা খুলে জানিয়েছেন চৌরাসিয়া। ‘গানটির অনুশীলনে ঘন্টার পর ঘন্টা সময় নিয়েছেন তার ছেলে ‘বিগ বি’।” খুব ভালোভাবে অনুশীলন করেছেন। ভালো করে গাওয়া, চলাফেলা, অভিনয়সহ সবকিছুই অত্যন্ত মনোযোগ দিয়ে করেছেন। তিনি পুরো গানের পরিবর্তন ও সম্পূর্ণতা ঠিকভাবে দিয়েছেন। বলেছেন, বিশ্বখ্যাত বংশীবাদক পন্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া।
আরেকটি গান সিনেমার ‘ইয়ে কাহান আ গায়ে হাম’ নিয়ে পন্ডিত শিব কুমার শর্মার মনে পড়ে, ‘পরিচালক যশ চোপড়া গানটির সঙ্গীতকে কাব্যিকভাবে প্রদান করতে চেয়েছিলেন। আমরা তাকে বলেছি, কবিতা আবৃত্তি দিয়ে গানটির শুরু হতে পারে। এর ভেতরে গান থাকবে।’ গানটিকে রেখার লিপে গেয়েছেন লতা মুঙ্গেশকর। শর্মা শেষে বলেছেন, ‘এটিও আসলে একটি পূর্ণ গান। গানের পরিবেশে অভিনয় নয়। যশজি শব্দগুলোকে চেয়েছিলেন- কবিতা ও গানের ভেতরে সঙ্গীত থাকবে। আমরা পরামর্শ দিয়েছিলাম, একটি গান ও কবিতার ছন্দ গনটির ভেতরে সুরসহ থাকুক। ফলে তার বিরতিতে গাইতে হবে না। প্রথমে স্থায়ী, তারপর আবৃত্তি, তারপর অন্তরা, এরপর কথামালা।” এই গানের কবিতাটি মেগাস্টার অমিতাভের আবৃত্তি। ছবির বাড়তি পাওনা। গানটি শুরু হয়েছে রু, রু, রু...তে।
ও, এই ছবির প্রতিটি গানের সুর অনন্য, নতুন ও অসাধারণ। যেকারো জন্য চিরকাল শোনার ও জানার মতো গান। বারবার যেকোনো দেশের যেকোনো শহরের যেকোনো ভাষার মানুষের শুনতে ইচ্ছে করে। আছে রেখার অবিশ্বাস্য নাচ, অসাধারণ লোকেশন। তারা দুজনে যশরাজের শেষ ছবি ‘দ্বার’-এ কাজ করেছেন।
(ইংরেজি থেকে অনুবাদ)

Header Ad
Header Ad

বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড আইডিতে লাইসেন্সের একটি ছবি সংযুক্ত করে এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে।’

‘লাইসেন্সটি যাচাই করে দেখা যায়, এ বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কুমিল্লা) লাইসেন্সটি ইস‍্যু করেন।’

‘এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান, লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি।’

তিনি আরও লেখেন, ‘স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন। তিনি আরো জানান, এই লাইসেন্সের ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি।’

Header Ad
Header Ad

পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ সুবিধা বাতিল করেছে ভারত। সেই সঙ্গে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ভারত:

সিদ্ধান্তগুলো হলো:

১. সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত ঘোষণা। ভারত বলছে, পাকিস্তান যতদিন সীমান্তে সন্ত্রাস বন্ধ না করবে এবং সন্ত্রাসবাদকে সমর্থন ত্যাগ না করবে ততদিন এটি স্থগিত থাকবে। ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ূব খান সিন্ধু পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

২. অবিলম্বে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। যাদের বৈধ নথি রয়েছে তারা ১ মে এর আগে সীমান্ত অতিক্রম করতে পারবেন।

৩. সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম (এসভিইএস) এর আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। পাকিস্তানি নাগরিকদের অতীতে জারি করা যেকোনো এসভিইএস ভিসা বাতিল বলে গণ্য হবে। এসভিইএস ভিসায় বর্তমানে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদেরও ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

৪. নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। ভারত ছাড়ার জন্য এক সপ্তাহ সময় পাবেন তারা। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করে নিচ্ছে ভারত। সংশ্লিষ্ট হাইকমিশনের এই পদগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। উভয় হাইকমিশন থেকে সার্ভিস অ্যাডভাইজারের পাঁচজন সাপোর্ট স্টাফকেও প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়েছে।

৫. হাইকমিশনের সামগ্রিক জনশক্তি ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। যা ১ মে এর মধ্যে কার্যকর হবে।

মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। অস্ত্রধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত ২৬।

পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর–ই–তৈয়েবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) মঙ্গলবার বিকালের হামলার দায় স্বীকার করেছে।

এদিকে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকেও নিন্দা প্রকাশ করা হয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অবৈধভাবে দখলকৃত জম্মু-কাশ্মীর’র পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তান নিন্দা প্রকাশ করছে। নিহতের পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করছে পাকিস্তান।

এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বার্তায় তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এ জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়।

Header Ad
Header Ad

বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকারদের জন্য চালু হবে ভাতা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে সরকার পরিবর্তন হলে শিক্ষিত বেকারদের জন্য বিশেষ ভাতা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকার গঠনের পর যারা চাকরি খুঁজেও পাচ্ছেন না, তাদের জন্য এক বছরের ‘শিক্ষিত বেকার ভাতা’ চালু করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ সময়ের মধ্যেই তাদের কর্মসংস্থানে সহায়তা করবে সরকার।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলা বিএনপির নেতাদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনা নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “আমরা একটি পরিকল্পনা করছি—যাতে যারা এখনো চাকরি পাননি, তারা যেন সরকারের সহযোগিতায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সহায়তা পান। এই সময়টিতে সরকার ও ব্যক্তিগত পর্যায়ে উভয়ের উদ্যোগেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, বিগত সময়ে সরকারি ও আধা-সরকারি চাকরিতে ব্যাপক দলীয়করণ হয়েছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের অনেক তরুণ নেতাকর্মী, যাঁরা আন্দোলনে সক্রিয় ছিলেন, তারা বয়স পার করে ফেললেও কোনো চাকরি পাননি। “শুধু ছাত্রদল নয়, আরও অনেক সাধারণ মানুষ আছেন যারা সরকারের অনুগত না হওয়ায় চাকরির সুযোগ হারিয়েছেন। এ বাস্তবতা বিবেচনায় নিতে হবে,” বলেন তারেক।

বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্যবিমা চালু করার প্রসঙ্গে জানতে চাইলে তারেক রহমান বলেন, “২০ কোটির বেশি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিশাল বাজেট ও কাঠামোগত পরিকল্পনা দাবি করে। এটা অব্যবস্থাপনার জায়গা নয়, এটা করতে হলে বাস্তবতা মাথায় রেখে ধাপে ধাপে এগোতে হবে।”

তিস্তা নদী ঘিরে রংপুর অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, “তিস্তা শুধু নদী নয়, রংপুর বিভাগের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতীতে তিস্তাকে কেন্দ্র করে রাজনীতি হয়েছে, কিন্তু মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি। বিএনপি সরকারে গেলে তিস্তা সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক ও জনগণকেন্দ্রিক প্রকল্প গ্রহণ করবে।”

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা। কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু এবং উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সঞ্চালনায় ছিলেন নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ
পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল, ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকারদের জন্য চালু হবে ভাতা: তারেক রহমান
এস আলমের ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি ক্রোকের নির্দেশ
সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আন্দোলনের নামে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে বেড়েছে গরমের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সরকার সরিয়ে না দিলে পদত্যাগ করব না: কুয়েট ভিসি
বিরামপুরে ছিনতাইকালে পুলিশের হাতে 'ভুয়া সেনাসদস্য' আটক
হাসিনাকে যারা খুনি হতে সাহায্য করেছে, তাদেরও বিচার করতে হবে: সারজিস আলম
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো আবাসিক হল
কাশ্মীরে ‘কমপ্লিট শাটডাউন’, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু
ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, ঘরের মাঠে লজ্জার হার বাংলাদেশের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটে প্রথম আব্দুল্লাহ
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার
তুরস্কের ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প
এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করলেন পরীমণি
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা
আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই: মির্জা আব্বাস
কাশ্মীরের হামলা ‘সাজানো’ দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের