শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

কোনো খরচ নেই, উল্টো বৃত্তি দিয়ে পিছিয়ে পড়াদের আইটি কোর্স

‘বিটবার্ডস সল্যুশনস’, ঢাকার ফর্মগেটের একটু সামনে। ডেইলি স্টার ভবনের উল্টোদিকে, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ভবনের পাঁচ তলায়। ঠিকানা-ইডিবি ট্রেড সেন্টার, পঞ্চম তলা, ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫। আইটি (ইনফরমেশন টেকনোলজি) খাতে দক্ষ জনবল তৈরিতে কাজ করে হাতে-কলমে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)’ আছে। প্রকল্পটিতে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)’। ২০১৫ সালে শুরু, প্রকল্পটিতে বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর দরপত্র আহবান করেছে। তাদের মধ্যে সেরা ছয়টি প্রতিষ্ঠান হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের দায়িত্বটি লাভ করেছে। অন্যতম ‘বিটবার্ডস সল্যুশনস’র ‘পেন্সিলবক্স ট্রেনিং ইনস্টিটিউট’।
‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ বা ‘এসইআইপি’ নামের এই বিশেষ প্রকল্পটিতে শুরু থেকে কোনো খরচ দিতে হয় না কাউকে। তবে ছাত্র বা ছাত্রী প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)য়ে অনার্স পাশ হতে হবে। চূড়ান্ত বষের ছাত্র, ছাত্রীরাও আবেদন করতে পারেন। তাদের বয়স ১৮ থেকে ৪৫ হতে হবে। কিন্তু প্রতি ব্যাচে ৩০ ভাগ নারী অগ্রাধিকার ভিত্তিতে ভতি করা হয়। প্রতিটি ব্যাচের ছাত্র, ছাত্রী মোট ২৫ জন। তাদের নিয়মিত ক্লাস করার শর্তে পড়ানো হয়। সফল প্রশিক্ষণ লাভের পর প্রতিজনকে দিন হিসেবে উপবৃত্তির টাকা দেওয়া হয় প্রশিক্ষণের সময় সব ছেলে, মেয়েকে বিনাখরচে প্রশিক্ষণ উপকরণ দেওয়া হয়। সেগুলোর মধ্যে আছে নোটবুক, কলম, পেন্সিল, পেন্সিল কাটার, ইরেজার ও ফাইল। তাদের সবার আলাদা ল্যাপটপ থাকে। ফলে প্রত্যেকেই খুব ভালোভাবে প্রশিক্ষণ গ্রহন করতে পারেন বলে জানালেন ‘বিটবার্ডস সল্যুশনস’র সহকারী ম্যানেজার ও কোর্সের সমন্বয়ক রাশেদুল ইসলাম। আরো বললেন, “কোর্স শেষে ‘বেসিস-এসইআইপি’র জবপ্লেসমেন্ট সেলের মাধ্যমে ও আমাদের সাহায্যে প্রত্যেককে চাকুরি পেতে সাহায্য করা হয়। আনন্দের বিষয়, এই কোর্সগুলো শেষে প্রায় সবাই চাকরি পেয়ে যান। যারা বাকী থাকেন, তাদের সিভি বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে ও তাদের পাঠিয়ে কোম্পানীগুলোতে আমরা যোগাযোগ করিয়ে দেই। এভাবেও কর্মজীবনে প্রবেশ করেন এসইআইপি প্রকল্পের প্রশিক্ষনার্থীরা।”
কিভাবে এই কোর্সে ভতি নেওয়া হয়? “শুরুতে ফেসবুকে বিজ্ঞাপন, নানা অনলাইন মাধ্যমে ছাত্র-ছাত্রী চেয়ে বিজ্ঞাপন দেই আমরা ‘বিটবার্ডস সল্যুশনস’র ‘পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট’ নামে।” আরো বললেন, ‘এবারের জন্য আমরা বার্তা ২৪.কম, প্রিয়.কম, কপোতাক্ষ নিউজ, বাংলা দর্পণ ইত্যাদিতে বিজ্ঞাপন দিয়েছি।’
প্রতিটি অনলাইন পোর্টালে বিজ্ঞাপনের শিরোনাম থাকে-‘সরকারি অর্থায়নে সম্পূর্ণ ফ্রি আইসিটি প্রশিক্ষণ, বৃত্তি ও চাকুরির সহায়তা আছে।’ উল্লেখ করা হয় বিস্তারিত-“অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় চলে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)। এই প্রকল্পে বেসিস তত্বাবধান করে। আমরা সবাই আইটিখাতে দক্ষ জনশক্তি গড়তে কাজ করছি। সম্পূর্ণ সরকারি খরচে যাতায়াত ও টিফিনসহ তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণগুলো প্রদান করি। নারী, আদিবাসী, গরীব ও প্রতিবন্ধী প্রশিক্ষনার্থীদের অগ্রাধিকার আছে। মোট ৪টি কোর্স পড়ানো হয়। সপ্তাহে পাঁচ দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বেলা ১টা ৩০ থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত-এই দুই শিফটে ক্লাস চলে। পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউটে তিন মাসের প্রতিটি ক্লাসে উপস্থিত থাকার নিয়ম আছে। শেখানো হয় ‘গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন’, ‘পিএইচপি উইথ লারাভেল ফ্রেমওয়ার্ক’, ‘মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট-অ্যানড্রয়েড’ ও ‘সার্ভার অ্যাডমিনিষ্ট্রেশন ইনক্লুডিং উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট’। প্রতিটি কোসে ক্লাসের পাঁচদিন ‘প্রফেশনাল ইংলিশ কমিউনিকেশ’ ক্লাস নেওয়া হয়।”
প্রশিক্ষণের পুরোটিই প্রযুক্তিনির্ভর। অনলাইনে পেন্সিলবক্স ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইট www.pencilbox.edu.bd/seip-এ ক্লিক করে আবেদন করতে পারেন। সেখানে রাখা ফর্ম পূরণে করতে হবে। আবেদনপত্রের সঙ্গে, সঙ্গে মোবাইল ও ইমেইলে কনফার্মেশন ম্যাসেজ চলে যাবে। একটি ইউনিক আইডি নাম্বার পাওয়া যাবে, সংরক্ষণ করতে হয়। ভাইভা দিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে হয়। এখন চলছে ‘বেসিস-এসইআইপি টি-৩ প্রজেক্ট’। বাস্তবায়ন কমিটির সদস্য, কোর্স প্রশিক্ষকরা ছাত্র, ছাত্রীদের ভাইভা নেন। নিয়মানুযায়ী ‘বেসিস-এসইআইপি টি-৩ প্রজেক্ট’তে ভর্তির ক্ষেত্রে সবসময় নারী, দরিদ্র, আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অগ্রাধিকার দেয়া হয়।
রাশেদুল ইসলাম বলেছেন, ‘আমাদের প্রতি কোর্সের জন্য দুইজন করে দক্ষ প্রশিক্ষক থাকেন। ফলে সব প্রশিক্ষনার্থীই ভালোভাবে কাজ শিখতে পারেন। তাদের বই-খাতার বিদ্যার বাইরে হওয়ায় বাস্তব জীবনে খুব কাজে লাগে।’ জানালেন, ‘আমাদের এ পর্যন্ত মোট ব্যাচে ১শ জন ছাত্র, ছাত্রী পাশ করে গিয়েছেন। তাদের ৪৮ জন বিভিন্ন কোম্পানীতে চাকুরি বা নিজেরা ফ্রিল্যান্সিং করছেন। ধীরে, ধীরে সংখ্যাটি বাড়ছে।’
জানালেন, ‘এখন বেসিস-এসইআইপি টি-৩ প্রজেক্ট-এর চারটি কোর্সে মোট ১৭৫ জন হাতে-কলমে কাজ শিখছেন। তাদেরও চূড়ান্ত মূল্যায়ন হবে। পরীক্ষা নেবেন বেসিস-এসইআইপি টি-৩’র প্রজেক্ট বাস্তবায়ন কমিটির অ্যাসেসর (পরীক্ষক)। যাদের ফলাফল ভাল হবে, তারাই সার্টিফিকেট ও ভাতা পাবেন। সিবিটিএ (কম্পিটেন্সি বেইসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট) হওয়ায় এই কোর্সে ও মূল্যায়নে খারাপ করার সুযোগ নেই।’
যাতায়াত ভাতার বিষয়ে বলেছেন, ‘প্রত্যেক ছাত্র ও ছাত্রী যাতায়াত এবং নাস্তা হিসেবে প্রতিদিন ১৫০ টাকা হারে তাদের উপস্থিতির ভিত্তিতে ভাতা পান। যারা সবগুলো মানের মোট ৬০টি ক্লাসই করবেন, তারাই ৯ হাজার টাকা ভাতা পান। ৮০ ভাগ উপস্থিতি না থাকলে ঠাত্র, ছাত্রীরা ড্রপ-আউট হন। তারা পরে এসইআইপি প্রকল্পের অন্য কোনো কোর্সও করতে পারেন না।’
প্রশিক্ষকদের গ্র্যাজুয়েশনসহ চারটি কোসের নিজেরটিতে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হয়। তাদের মতো এমন অভিজ্ঞ প্রশিক্ষকের তত্বাবধানে তিন মাসের প্রশিক্ষণ নেওয়া কোনো সাধারণ বিষয় নয়। ফলে প্রত্যেকেই হয়ে ওঠেন দক্ষ মানব সম্পদ। তারা চাকুরি ক্ষেত্রে উন্নতি করতে পারেন সহজেই। পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরেও কাজ করার সুযোগ নিয়ে নেন।
দারুণ সুন্দর ও গোছানো এই পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট ঘুরে দেখা গেল, তাদের প্রতিটি ল্যাপটপই হাই করফিগারেশনের। ৩টি অত্যাধুনিক, ভালো ক্লাসরুম আছে। সবসময় ছাত্র, ছাত্রীতে মুখর থাকে। শিক্ষাথীরা নিয়মিত ক্লাস করছেন। পুরুষ ও মহিলাদের আলাদা ওয়াশরুম ব্যবস্থা আছে। ফায়ার এক্সটেনগুশিয়ার ও ফার্ষ্ট এইড বক্স অছে। সার্বক্ষনিক নিরাপত্তা ব্যাবস্থা রয়েছে। প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা আছে। তাতেও প্রতিনিয়ত মনিটরিং করা হয়।
পেন্সিলবক্স ট্রেনিং ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন আছে, গর্বের সঙ্গে বলেছেন রাশেদুল ইসলাম। এরপর জানালেন, ‘এই ২০২২ সাল পুরোটা বছর জুড়ে আমরা কোর্সগুলোতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলব। আমাদেরও প্রশিক্ষণ প্রদানের চুক্তির মেয়াদ আরো বাড়বে বলে আশা করছি।’ ছাত্র, ছাত্রীদের নিয়ে সবসময় খেটে চলা এই হাস্যোজ্জ্বল যুবক বলেছেন, ‘প্রত্যেক প্রশিক্ষনার্থীকে গড়ে তোলার পেছনে আমাদের মৌলিক ইচ্ছে হলো, তারা সবাই যেন আয় ও রোজগার করতে পারেন। সেভাবেই কোর্সগুলো ডিজাইন করা হয়েছে।’ এরপর জানালেন, ‘আমাদের প্রত্যেক ছাত্র, ছাত্রীকে আলাদা সময় দিতে হয়। দক্ষ প্রশিক্ষকরা হাসিমুখে কাজটি করেন। বিশেষ প্রয়োজনে দিন বা রাতে অনলাইনে যুক্ত হয়ে কাজ বুঝিয়ে দেন। আমাদের পুরো বিটবার্ডস টিম তাদের সহযোগিতা করে। কারো কোনো ক্লান্তি নেই।’
রাশেদ বলেছেন, ‘এই প্রকল্পের সঙ্গে কাজ করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগে। কেননা, আমরা আইটি সেক্টরে পিছিয়ে পড়া ব্যক্তিদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। তৈরি করছি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারভিত্তিক রোজগারের অত্যন্ত যোগ্য জনশক্তি। কোর্স শেষ হলেও সবাইকে নিয়মিত আয়-রোজগারের ভুবনে চলে যেতে না পারা পর্যন্ত তদারকি করে চলি। সিভিগুলো দরকারী জায়গায় পাঠানো, অনেকে কাজ ভুলে গিয়েছেন, মনে করিয়ে দেওয়া, চাকরি হলো কী-খবরগুলো রাখতে হয় আমাদের নিয়মিত।’

বলেছেন, “বিটবার্ডস সল্যুশনস’র প্রধান নির্বাহী ও ‘বেসিস-এসইআইপি প্রকল্প (টি-৩)’র সেন্টার পেন্সিলবক্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ খন্দকার আলী আসগর পাভেলের মূল লক্ষ্য, প্রতিটি ছাত্র, ছাত্রীকে গুণগত মানের প্রশিক্ষণ দেওয়া। সেভাবেই সব সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করেছেন। এমনকি প্রতিটি প্রশিক্ষনার্থীর সমস্যা জানতে প্রশিক্ষকদের সঙ্গে নিয়মিত আলোচনা করেন তিনি। তাদের পড়ালেখার খবর রাখেন সবসময়। দুর্বল ছাত্র, ছাত্রীর জন্য অতিরিক্ত ক্লাস ও যত্ন নেওয়ার ব্যবস্থা করেছেন। তাদের এভাবে গড়ে তোলা হচ্ছে কী সবসময় জানতে চান। মাঝেমধ্যে ক্লাসরুমে গিয়ে ছাত্র, ছাত্রীদের সঙ্গেও আলাপ করেন তিনি।’
তাদের সবার হয়ে সব শেষে ‘বিটবার্ডস সল্যুশনস’র সহকারী ম্যানেজার ও কোর্সের সমন্বয়ক রাশেদুল ইসলাম বলেছেন, ‘আইটি সেক্টরে দক্ষ জনবল তৈরিতে সরকারের সঙ্গে কাজ করতে পেরে আমরা খুব খুশি। বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ জনবলের চাহিদা আছে, সেই অভাবগুলো পূরণে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের নারী, গরীব ও আদিবাসীরা এখনো যেকোনো সুযোগে আনেক পিছিয়ে আছেন। তারা আধুনিক কম্পিউটারনির্ভর প্রশিক্ষণ নেবার সুযোগই লাভ করতে পারেননি। তাদের গুণগতমানের প্রশিক্ষণ দানে পেন্সিলবক্স ট্রেনিং ইনস্টিটিউটও অঙ্গীকারবদ্ধ।’
পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউটে কোর্সগুলোতে ভর্তি চলছে। নারী, আদিবাসী, প্রতিবন্ধীতায় আক্রান্ত ও গরিব হলে দেরি না করে আজই অনলাইনে আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে যোগাযোগ-মোবাইল ০১৭১৪১২১৭১৯, +৮৮০২৪১০১০০৯০ টেলিফোন।

Header Ad
Header Ad

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার এই অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার এ জিডি করেন। অভিযোগে বলা হয়েছে, পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গৃহকর্মীকে মারধর করা হয়।

 

ছবি: সংগৃহীত

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Header Ad
Header Ad

পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিস্তৃতি এতদূর গিয়েছে যে, জনমানবহীন দ্বীপপুঞ্জও এর আওতায় এসেছে। ভারত মহাসাগরে অবস্থিত অ্যান্টার্কটিকার জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ওপরও যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে।

এই দ্বীপপুঞ্জে মানুষের কোনো বসবাস নেই, সেখানে শুধু পেঙ্গুইন, সিল এবং পরিযায়ী পাখিরা বসবাস করে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অংশ হিসেবে এই দ্বীপপুঞ্জের ওপরও ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা হিসেবে দ্বীপগুলোও যুক্তরাষ্ট্রের পণ্যে একই হারে শুল্ক আরোপ করেছে!

অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনশূন্য অঞ্চল। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফ্রেম্যান্টল বন্দর থেকে সেখানে পৌঁছাতে জাহাজে কমপক্ষে ১০ দিন সময় লাগে। দ্বীপগুলোর বাসিন্দারা শুধুই বিভিন্ন প্রজাতির সংরক্ষিত পাখি, সিল এবং পেঙ্গুইন।

ট্রাম্পের এই শুল্ক নীতির বিস্তার নিয়ে অনেকে বিস্মিত। জনমানবহীন দ্বীপপুঞ্জের সঙ্গে শুল্ক-সংক্রান্ত বিরোধ সত্যিই নজিরবিহীন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দিয়ে অতীতে ভারতে পালিয়ে গিয়েছিলেন। এবার তিনি ফের একই কৌশলে মাঠে নেমেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন।

একটি টেলিফোন কথোপকথনে শেখ হাসিনা স্পষ্টতই বলেছেন, সামনে ও পেছনে দুই ভাগে বিভক্ত হয়ে মাঠে নামতে হবে। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে প্রতিহত করতে হবে এবং হামলাকারীদের চরম শিক্ষা দিতে হবে।

বুধবার গণমাধ্যমের হাতে আসা একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কোনো মূল্যে পুনরুদ্ধারের জন্য নির্দেশ দেন শেখ হাসিনা। দিল্লি থেকে টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বর্তমানে বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি এই নির্দেশ দেন।

এই নির্দেশনার পর আওয়ামী লীগের ভেতরেই ক্ষোভের সঞ্চার হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা গণমাধ্যমকে জানান, ‘শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত এবং কিছু হাইব্রিড আওয়ামী লীগারের দুর্নীতির কারণে দল আজ এই পরিস্থিতিতে পড়েছে। অথচ নেত্রীর এবং তার পরিবারের কোনো ক্ষতি হয়নি। তারা নিরাপদে আছেন, কিন্তু সাধারণ নেতাকর্মীরা পথে পথে মার খাচ্ছেন। এখন তিনি আবার তাদের বিপদে ঠেলে দিতে চান।’

টেলিফোন কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তোমরা এত বড় বড় কথা বলো, অথচ এখনো কেন্দ্রীয় কার্যালয় উদ্ধার করতে পারলা না! ৫০ থেকে ১০০ জন লোক গেলে কি তোমাদের সবাইকে মেরে ফেলা হবে? লাখ লাখ লোক ঢাকায় আনার কথা বলো, অথচ একটা অফিস উদ্ধার করতে পারো না! যেভাবেই হোক, দলীয় কার্যালয় পুনরুদ্ধার করতে হবে—এটাই আমার শেষ কথা।’

জবাবে নুরুন্নবী চৌধুরী শাওন জানান, পরিকল্পনা করা হলেও কিছু কারণে সেটি বাস্তবায়ন করা হয়নি। তিনি আরও বলেন, ‘আপনার নির্দেশেই আমরা কাজ করব। শুধু ভোলা থেকেই ২০ লাখ লোক ঢাকায় সমবেত হবে। যখনই আপনার ডাক আসবে, আমরা তিন থেকে চার লাখ লোক নিয়ে ঢাকায় আসব।’

টেলিফোন আলাপে শেখ হাসিনা আরও কিছু নির্দেশনা দেন। তিনি বলেন, ‘ছোট ছোট বিক্ষোভের দরকার নেই, বড় আকারে মিছিল করতে হবে। সামনে একটি গ্রুপ থাকবে, পেছনে আরেকটি গ্রুপ। কেউ হামলা করলে পাল্টা আক্রমণ চালিয়ে তাদের শিক্ষা দিতে হবে। কেউ কাউকে কিছু দেবে না, নিজেদের অধিকার নিজেরাই আদায় করতে হবে।’

ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ড. ইউনূস সব জায়গায় মিথ্যা কথা বলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা এবং তাদের বাড়িঘরে হামলার তথ্য সংগ্রহ করো। ছবি তোলো, ভিডিও করো এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার প্রস্তুতি নাও।’

জবাবে নুরুন্নবী চৌধুরী শাওন জানান, ইতোমধ্যে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে, এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘শেখ হাসিনা ও তার পরিবারের বেশির ভাগ সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন বিদেশে আরামে আছেন। অথচ তারা দেশে থাকা নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন, যাতে তারা জীবনের ঝুঁকি নিয়ে ফের রাস্তায় নামে। কিন্তু একজন দুর্নীতিবাজ নেত্রীর জন্য সাধারণ নেতাকর্মীরা কেন ঝুঁকি নেবে?’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যে কৌশলে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, সেটি সফল হবে বলে মনে হয় না। সাড়ে ১৫ বছরের অপশাসন, দুর্নীতি, লুটপাট, খুন-গুমের কোনো অনুশোচনা তাদের মধ্যে নেই। বরং তারা নিজেদের শাসনামলকে গৌরবান্বিত করার চেষ্টা করছে।’

উল্লেখ্য, ছাত্র-জনতার ব্যাপক গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দিল্লিতে পালিয়ে যান। সেখান থেকেই তিনি বিভিন্ন সময়ে দলের নেতাকর্মীদের টেলিফোনে নির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি তার একাধিক ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা