সালমান শাহকে নিয়ে ওয়েব সিরিজের বিরুদ্ধে আইনি নোটিশ
ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। তার মৃত্যুর বিষয়টি আদৌ রহস্যে ঘেরা। এবার এই অমর নায়কের মৃত্যুর রহস্যের উপর আলোকপাত করে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নির্মাণ করেছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
এই সিরিজটি বন্ধের দাবিতে আইনজীবী ফারুক আহমেদের মাধ্যমে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সালমান শাহ’র মা নিলুফার চৌধুরী।
সেই সঙ্গে এই সিরিজের নামে নির্মাতা, কলাকুশলী ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে অচিরেই ফরমান জারির কথাও জানিয়েছেন নীলা চৌধুরী। সেই ফরমান প্রকাশের আগেই সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম রবিবার (৫ ফেব্রুয়ারি) একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে।
এই নোটিশে বলা হয়, আমার মক্কেলের ভাগনে সালমান শাহকে মৃত অবস্থায় তার বাসায় পাওয়া যায়। আমার মক্কেলের ভাগনের রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশে তা আত্মহত্যা বলে প্রচার করে। এ নিয়ে আমার মক্কেলের দায়ের করা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। আমার মক্কেল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে, সম্প্রতি একটি মহল আমার মক্কেলের ভাগনের মৃত্যু রহস্য নিয়ে ধারাবাহিক সিরিজ নির্মাণের পাঁয়তারা করছে। একটি বিচারাধীন বিষয় নিয়ে এমন সিরিজ নির্মাণ করা আইন সম্মত নয়। তাই যে বা যারা ওইরকম সিরিজ নির্মাণের চেষ্টা করছেন, তারা এমন কাজ থেকে বিরত থাকবেন। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
এই লিগ্যাল নোটিশ প্রসঙ্গে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘এই মামলা বা লিগ্যাল নোটিশের সঙ্গে আমার কোনো কাজের সংযুক্তি খুঁজে পাচ্ছি না। ফলে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না।’
এই ওয়েব সিরিজ কোন তারকার মৃত্যু রহস্য নিয়ে নির্মিত হয়েছে সেই নামটি অবশ্য নির্মাতা উল্লেখ করেননি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।
এএম/এসজি