কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে
কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কানাডায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
কানাডার স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে দুইজন মারা যান। বাকী একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একই গাড়িতে থাকা কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় একমাত্র যাত্রী এখনো বেঁচে আছেন। তবে তার অবস্থায়ও খুবই আশঙ্কাজনক।
কানাডার সিপি২৪ সংবাদমাধ্যম তাদের খবরে এমনটি জানিয়েছেন। দুর্ঘটনায় মারা যাওয়া তিনজনই বাংলাদেশি। সবাই উচ্চশিক্ষার উদ্দেশে পাড়ি জমিয়েছেন।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, একটি 'খুবই হিংস্র সংঘর্ষ'। এতে তিন আন্তর্জাতিক শিক্ষার্থী মারা গেছে, আরেকজন গুরুতর আহত হয়েছে। সোমবার দক্ষিণমুখী হাইওয়ে ৪২৭ থেকে দুন্দাস প্রস্থান র্যাম্পে এমন ঘটনা ঘটে।
দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে কানাডিয়ান পুলিশ বলেছেন, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি দক্ষিণ দিকে যাচ্ছিল যখন এটি র্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয়।
তিনি বলেছেন, সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পেছনের সিটে থাকা দুজনকে মৃত ঘোষণা করা হয়। সামনের যাত্রী আসনের একজন নারীকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃতদের নাম পুলিশ এখনো প্রকাশ করেনি। তবে বলেছে— তারা একজন ২০ বছর বয়সী পুরুষ, একজন ২০ বছর বয়সী নারী ও ১৭ বছর বয়সী একটি ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গাড়িচালক ছিলেন ২১ বছর বয়সী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। তিনি বর্তমানে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিবিড়ের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও সংগীতাঙ্গণের অনেকেই।
এএম/আরএ/