ন্যানসি-শাহ্ হামজার ‘যে স্মৃতি’
জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি ও সংগীতশিল্পী শাহ্ হামজার গাওয়া প্রথম গান ‘যে স্মৃতি’ প্রকাশিত হলো। ভালোবাসা দিবস উপলক্ষে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে শাহ্ হামজার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শাহ্ হামজা’তে।
গানটির কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহ্ হামজা নিজেই। সংগীত আয়োজন করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ। ভিডিওতে হামজার সঙ্গে মডেল হয়েছেন তামান্না ইমু। ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহসান।
এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ন্যানসি, শাহ্ হামজা, জাহিদ বাশার পঙ্কজসহ আরও অনেকে।
গানটি প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘গানটিতে যখন ভয়েস দিই তখন মনে হলো আমার নিজের কথা বলছি। প্রায় চার ঘণ্টা লেগেছে আমার এ গানে ভয়েস দিতে। গানটি গাওয়ার সময় আমি কান্না করেছিলাম। আগে কোনো গানে এমনটি হয়নি। গানটির কথা ও সুর সবার মনে দাগ কাটবে আশা করছি।’
শাহ্ হামজা বলেন, ‘আমি বরাবরই একটু অন্যরকম কথা ও সুরের গান পছন্দ করে আসছি। এ গানের কথা ও সুরে শ্রোতারা নতুনত্ব পাবেন। তার সঙ্গে চমক ন্যানসির কণ্ঠ। আমাদের দুজনের গায়কি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি।’
উল্লেখ্য, শাহ্ হামজা ব্যান্ড শিল্পী হিসেবে পরিচিত। তবে ব্যান্ডের বাইরে একক শিল্পী হিসেবেও গান করছেন। সর্বশেষ তিনি ভেজা চোখ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন গতবছর।
এএম/এসজি