তাহসানের ‘হারাই বহুদূর’
জনপ্রিয় অভিনেতা-গায়ক তাহসান খান। নিয়মিত অভিনয় ও গানের পাশাপাশি ২০১৯ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি এর মেয়াদকাল আরও দুই বছরের জন্য নবায়ন করেছে সংস্থাটি।
এবারীস মিউজিক্যাল প্ল্যাটফর্ম ‘ফেশ সাউন্ড’র আয়োজনে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু করতে যাচ্ছেন তাহসান। যার শুরুটা হবে বন্দর নগরী চট্টগ্রাম থেকে। শনিবার (১১ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘চট্টগ্রাম থেকে তাহসানের সঙ্গে’ কনসার্ট। এই আয়োজনে তাহসান পূর্ণ করবেন সংগীতজীবনের দুই দশক।
এর বাইরে তাহসান ভালোবাসা দিবসের আগে নতুন গান নিয়ে হাজির হয়েছেন।
গানের শিরোনাম ‘হারাই বহুদূর’। ডুয়েট এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। বছর তিনেক আগে ভালোবাসা দিবস উপলক্ষে প্রথমবার ‘স্মৃতির ফানুস’ শিরোনামের গান উপহার দিয়েছিলেন তারা। সেই গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছিল। এরপরেও বেশ কয়েকটি গান করেছেন।
গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন সময়ের জনপ্রিয় গায়ক মিনার রহমান। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
‘হারাই বহুদূর’র গানের ভিডিওর গল্প ভাবনা ও পরিচালনা করেছেন এজিএ নাহিয়ান আহমেদ। এটি নির্মিত হয়েছে ফ্লাইবোর্ড স্টুডিও প্রডাকশনের ব্যানারে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) গানের ভিডিও প্রকাশ হয়েছে ‘সুস্মিতা আনিস’ নামের ইউটিউব চ্যানেলে।
এএম/আরএ/