আসছে নদীর ৩ গান
এ প্রজন্মের জনপ্রিয় গায়িকা মৌমিতা তাশরিন নদী। সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরা কণ্ঠের মাধ্যমে গানের ভুবনে তার সফল যাত্রা শুরু হয়। এরপর থেকেই আপন গতিতে ছুটে চলেছেন গানের নদী। অডিও থেকে সিনেমার সব মাধ্যমে গান করে দর্শকদের অভাবনীয় ভালোবাসার চূড়ায় পৌঁছেছেন এই গায়িকা। ইতোমধ্যেই জনপ্রিয় হয়েছে নদীর গাওয়া কয়েকটি গান।
এবার নতুন তিনটি মৌলিক গান ও ভিডিও নিয়ে দর্শক শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন এই শিল্পী।
এই তিনটি গানের মধ্যে ‘চেনামুখ’ শিরোনামের গানটি নদীর সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন হৃদয় হাসিন। জামাল হোসেনের লেখা গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন হৃদয় হাসিন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেলও হয়েছেন নদী ও হৃদয় হাসিন। গান ও ভিডিও ১০ ফেব্রুয়ারি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।
এ ছাড়া ‘আমি আবার ফিরতে চাই’ ও ‘বহতা নদী’ গান দুটিতে এককভাবে কণ্ঠ দিয়েছেন নদী। দুটি গানের কথা লিখেছেন জামাল হোসেন। ‘আমি আবার ফিরতে চাই’ গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন হৃদয় হাসিন। এস আই শহীদের সুরে ‘বহতা নদী’ গানের সঙ্গীতায়োজন করেছেন সালমান জায়েম। এ দুটি গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। দুটির গানের মডেল হিসেবে দেখা যাবে নদীকে। গান দুটি পর্যায়ক্রমে এ মাসের শেষে ও আগামী মাসে রঙ্গন মিউজিকের ইউটিউবে প্রকাশিত হবে।
এ সম্পর্কে নদী বলেন, ‘নিজের গান নিয়ে আমার কখনোই কিছু বলার থাকে না। আমার মনে হয় যা বলার শ্রোতারা শুনে বলবেন। তবে গানগুলো আমরা ভীষণ যত্ন নিয়ে করবার চেষ্টা করেছি। ডুয়েট গানটি অবশ্যই মিষ্টি প্রেমের একটি গান, আমি আবার ফিরতে চাই- এটি বিরহ এবং ভালোবাসা নিয়ে আর বহতা নদী গানটি আমাকে নিয়ে লেখা, আমার নামে আমাকে নিয়ে শ্রদ্ধেয় জামাল হোসেন ভাই লিখেছেন। সর্বোপরি তিনটা কাজই আমার কাছে ভীষণ ভালোলাগার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই শ্রদ্ধেয় গীতিকবি জামাল হোসেন ভাই, রঙ্গন মিউজিক, সংগীত পরিচালক এবং আমার জীবনসঙ্গী হৃদয় হাসিন, ভিডিও নির্মাতা সৈকত রেজা ভাই ও এই তিনটি গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আমার বিশ্বাস গান তিনটি শ্রোতাদের ভালো লাগবে।’
এএম/এসজি