শ্রদ্ধায় স্মরণে গাজী মাজহারুল আনোয়ার
কিংবদন্তি গীতিকবি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন গত ৪ সেপ্টেম্বর। এই কিংবদন্তির স্মরণে সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও গীতিকবি সংঘ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী, কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, গীতিকবি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি লিটন অধিকারী রিন্টু।
এ ছাড়া, স্মরণসভায় গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে আরও স্মৃতিচারণ করেন দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী নকীব খান, রফিকুল আলম, কুমার বিশ্বজিত, খুরশীদ আলম, আবিদা সুলতানা, গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার, ছেলে উপল।
গীতিকার, সুরকার, শিল্পী ও যন্ত্র শিল্পীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেখ সাদী খান, গীতিকার মনিরুজ্জান মনির, ফোয়াদ নাসের বাবু, গাজী আবদুল হাকিম, মনির খান, রবি চৌধুরী, শহীদুল্লাহ ফরায়জি, আসিফ ইকবাল, জুলফিকার রাসেল, গোলাম মোর্শেদ।
গাজী মাজহারুল আনোয়ার গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছেন। সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক লাভ করেন। পেয়েছেন স্বাধীনতা পুরস্কারসহ ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
গাজী মাজহারুল আনোয়ার কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লেখার মধ্য দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন।
এএম/এমএমএ/