‘তিনি আমার সঙ্গে আর কোনোভাবে, কোনোদিন থাকবেন না’
স্যার এলটন জন ‘কুইন এলিজাবেথ ২’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
বিশ্বজুড়ে জনপ্রিয় ধারার অন্যতম প্রধান ইংরেজ গায়ক এলটন জনকে তার দেশের রাণী ১৯৯৮ সালে সবচেয়ে বড় রাজকীয় ও রাষ্ট্রীয় সম্মাননা ‘নাইট’ উপাধিতে ভূষিত করেছেন।
বৃহস্পতিবার তার মৃত্যুর খবর রাজপ্রাসাদ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘রাণী বালমোরাল প্রাসাদে আজ আট সেপ্টেম্বর, ২০২২ দুপুরে শান্তিতে মারা গিয়েছেন।’
রাণী ‘এলিজাবেথ ২’ ৭০ বছর রাজ্য শাসন করেছেন, তিনি মারা গিয়েছেন তার রাজপ্রাসাদে চিকিৎসকরা স্বাস্থ্যগত অবনতি ঘটার চিকিৎসা দেবার সময়কালে। তার বয়স হয়েছিল ৯৬।
রাজ পরিবারের সদস্যরা, তাদের মধ্যে নবনিযুক্ত রাজা প্রিন্স চার্লস আছেন, তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি রয়েছেন, তারা তাদের রাজ্য বুঝে নিয়েছেন।
‘রাণী এলিজাবেথ ২’র চলে যাবার খবরে প্রবলভাবে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকারা তাদের শ্রদ্ধাজ্ঞাপন করছেন। তাদের মধ্যে আছেন ডেইম হেলেন মিরেন, ড্যানিয়েল ক্রেইগ ও প্রিয়েস মর্গেন।
একটি বিবৃতিতে স্যার এলটন জন বর্ণনা করেছেন যে, “মারা যাওয়া রাণী একজন ‘প্রিয় মানুষ’ হিসেবে অনুভূত হবেন।”
তিনি কানাডার টরন্টোতে সেদিন বিকেলের কনসার্টে রাণীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নিজের সমর্থকদের বলেছেন, ‘চারপাশে তার উদ্দীপনাময় উপস্থিতি ছিল। তিনি ছিলেন চমৎকার। তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন আমাদের ইতিহাসের সেরা ও সবচেয়ে খারাপ কটি সময়ে ক্ষমাশীলতা ও শিষ্টাচারের মাধ্যমে এবং তিনি ছিলেন সত্যিকারের উষ্ণ মমতাময়ী।’
‘দি রকেট ম্যান’ নামে খ্যাত এই গায়ক, যার এই নামে একটি গান ও মিউজিক ভিডিও আছে, ৭৫ বছর বয়সে এসে বলেছেন, ‘রাণী আমার জীবনের সবখানে আমার সঙ্গে ছিলেন। আমি খুবই দুঃখ পেয়েছি যে, তিনি আমার সঙ্গে আর কোনোভাবে, কোনোদিন থাকবেন না। তবে আমি খুশি যে, তিনি শান্তির ভুবনে আছেন। বিশ্রামে চলে গিয়েছেন। এগুলো তার প্রাপ্য ছিল।’
তিনি আরো বলেছেন, ‘তিনি কঠিন পরিশ্রম করে কাজ করতেন।’
তিনি বলেছেন, ‘তার পরিবারের কাছে আমি আমার ভালোবাসা প্রেরণ করেছি। তিনি সবসময় অনুভূত হতে থাকবেন। তবে আমরা আপনাদের সঙ্গে আজ রাতে তার জীবনকে উদযাপন করবো। ঠিক আছে?’
এরপর তিনি উপস্থাপন করলেন তার সুপারহিট ১৯৭৪ সালের গান ‘ডেন্ট লেট দি সান গো ডাউন অন মি’। এই গীতের মানে, ‘সূর্যকে আমার ওপর পড়তে দিও না।’ তখন কনসার্টের বিরাট স্ক্রিনে দীপ্তিময়ী রাণীর ছবি ভেসে উঠছিল একটি বেগুনি খাট কোট ও হ্যাট পরা।
ওএফএস।