বাপ্পা মজুমদারকে নিয়ে বিশেষ আয়োজন
জয়প্রিয় গায়ক সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। দীর্ঘ ৩০ বছরের সংগীত ক্যারিয়ার তার। এবার তার গান নিয়েই বিশেষ একটি কনসার্টের আয়োজন করেছে ‘এলাইভ’।
এই আয়োজনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথমবার বাপ্পা মজুমদার কোনো কনসার্টে গাইবেন এককভাবে। যে অনুষ্ঠানে বাপ্পা মজুমদার ছাড়া আর কেউ গাইবেন না। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার নিজেই।
অনুষ্ঠানে তার দলছুট ব্যান্ডের বাইরেও সবমিলিয়ে ৮ থেকে ১০ জন মিউজিশিয়ান থাকবেন। আগামী ২৩ সেপ্টেম্বর আইসিসিবি এর ৩ নাম্বার হলে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে বাপ্পা মজুমদার বলেন, ‘প্রথমবার এত বড় পরিসরে এককভাবে গান গাইব কনসার্টে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ব্যান্ড বা একজন শিল্পী শুধু একটা অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পায় না। একটা অনুষ্ঠানে আরও অনেক শিল্পীই থাকে। তবে, এই অনুষ্ঠানে আমি একাই পারফর্ম করব। আমার ভক্ত অনুরাগীরা শুধু আমার গানগুলোই শুনতে পারবে। আমাকে নিয়ে বড় পরিসরে এমন আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। আশাকরি দর্শক শ্রোতাদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব।’
ক্যারিয়ারের এত বছর পর এমন একটি আয়োজনে গাইবেন। এমন আয়োজন আরও আগেই তো হওয়া উচিত ছিল আপনাকে নিয়ে। মন খারাপ হয় না? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না মন খারাপ হয় না। কারণ, আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি তাতে আমি আনন্দিত। এমন একটি অনুষ্ঠানের জন্য আমি এক্সাইটেড। দলছুটের মেম্বাররাও থাকবে, বাইরের মিউজিশিয়ানরাও থাকবেন। আমার জীবনের বহু প্রতিক্ষীত একটি কনসার্ট। আমি চাই সবাই এটার সঙ্গে থাকুক এটাকে সাপোর্ট করুক।’
এএম/এমএমএ/