মৃত্যুর দুদিন আগে যে গান লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার
কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। সবাইকে কাঁদিয়ে ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
তার মৃত্যুর শোকে স্তব্ধ সংগীতাঙ্গণ এবং চলচ্চিত্রাঙ্গনের মানুষ। খ্যাতিমান এ গীতিকবির লেখা গানের সংখ্যা বিশ হাজারেরও বেশি। গানের সংখ্যার দিক দিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।
এবার জানা গেল কিংবদন্তি এই গীতিকবির লেখা শেষ গানের কথা। মৃত্যুর মাত্র দুদিন আগে অর্থ্যাৎ ২ সেপ্টেম্বর লিখেছেন একটি গান। ‘সব নদীর ঢেউ বন্ধু, সমানতালে চলে না, হাজার মাথা ঠুকলে, পাহাড়ের বরফ গলে না’-এমন কথায় এই গানই তার লেখা শেষ গান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ক্লোজআপ ওয়ান তারকা অপু আমান।’
এ সম্পর্কে অপু আমান আবেগী কণ্ঠে ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘২সেপ্টেম্বর দুপুরে আমি গাজী চাচার বাসায় যাই। ওইদিন উনার শরীরটা বেশি ভালো ছিল না। গান লেখার মুডও ছিল না। তাই আমরা স্বাভাবিক কথা বলছিলাম। কথায় কথায় উনি একটা লাইন বলে ফেললেন আর আমি লিখে ফেললাম।
এরপর চাচাকে বললাম চাচা প্রথম লাইন হয়ে গেছে এবার অন্য লাইনগুলো লিখে দেন। এরপর উনি আমাকে মুখে মুখে পরের লাইনগুলো বলতে লাগলেন আর আমি খাতায় লিখলাম। উনার সামনেই হারমোনিয়াম বাজিয়ে গানটি সুর করে উনাকে শোনানোর পর চাচা খুব পছন্দ করলেন।’
অপু আমার আরও বলেন, ‘এই গানটি আসলেকে গাইবে এটা এখনো বলতে পারছি না। উনার পরিবারের সবাই আগে একটু স্বাভাবিক হোক তারপর তাদের সঙ্গে কথা বলে ঠিক করব। তবে ইচ্ছে আছে এই গানটি ভালো একজন শিল্পীকে দিয়ে গাওয়াব এবং ভিডিও করে প্রকাশ করব। আমি উনার লেখা শেষ গান করছি এটা আমার জন্য সুখের চেয়ে কষ্টের বেশি। কারণ, যার গান তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে আর ফেরাতে পারব না। আমার খুব কষ্ট লাগছে।’
এএম/এমএমএ/