প্রথম এশীয় অভিনেত্রী হিসেবে মিশেল ইয়ো পেলেন এসএজি অ্যাওয়ার্ড
ইতিহাসে জায়গা করে নিলেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। প্রথম এশিয়ান অভিনেত্রী হিসেবে তিনি অর্জন করেছেন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড (এসএজি)।
‘এভরিথিং এভরিহয়ার অ্যাট ওয়ান্স’ ছবিতে মিশেল ইয়োর চরিত্রটি খুব প্রশংসিত হয়। ২০২২ সালে ছবিটি মুক্তি পায়।
এতে প্রধান নারী চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে (এসএজি) ‘দি অ্যাওয়ার্ড ফর দি আউটস্টান্ডিং পারফরমেন্স বাই এ ফিমেল অ্যাক্টর’ পদকটি জয় করেছেন তিনি।
রবিবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মিশেল ইয়ো বলেন, ‘এই পুরস্কারটি কেবল আমার জন্য নয়, আমার মতো দেখতে যারা সেই ছোট্ট মেয়েদের সবার প্রতি’। তিনি তার সহ-অভিনেতাদের এই সম্মান লাভের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
মিশেল ইয়ো আরও বলেন, ‘আমাকে এই টেবিলে একটি সিট দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কারণ আমাদের মধ্যে অনেকের এই পুরস্কারটি প্রয়োজন ছিল। আমি এটি পাওয়ার জন্য কৃতজ্ঞ।’
তিনি বিশেষভাবে তার মাকে ধন্যবাদ জানিয়েছেন যিনি তাকে বলেছিলেন, পুরস্কারটি জয় করতে পারলে তিনি খুশি হবেন।
এসএজি অ্যাওয়ার্ডে তার এই ছবিটি সবচেয়ে বেশি পুরস্কার জয় করেছে। সহ-অভিনেতা হিসেবে প্রথম এশীয় হিসেবে পুরস্কারটি জয় করেছেন ভিয়েতনামিজ-আমেরিকান অভিনেতা কেই হুই কুয়ান। এই ছবিটি ১১টি শাখায় অস্কারে মনোনীত হয়েছিল। এর মধ্যে সেরা ছবি ও সেরা অভিনেত্রী হিসেবে মিশেল ইয়োকে মনোনীত করেছিল। আর এই ছবির জন্যই গত মাসে গোল্ডেন গ্লোব নিয়ে বাড়ি গিয়েছেন তিনি।
ওএফএস/আরএ/