জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনায় ফারিয়া
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেছিলেন উপস্থাপিকা হিসেবে। এখন পুরোদস্তুর অভিনেত্রী তিনি।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়ও কাজ করছেন নুসরাত ফারিয়া। অভিনয় ব্যস্ততার কারণে এখন উপস্থাপনা করা হয় না তার। মাঝে মধ্যে বিশেষ বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায় করলেও এই মাধ্যমে নিয়মিত নন এই নায়িকা।
এবার আবারও উপস্থাপনায় ফিরছেন তিনি। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করবেন এ অভিনেত্রী।
আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ভেবে ভীষণ উচ্ছ্বসিত ফারিয়া।
এ প্রসঙ্গে নায়িকার ভাষ্য, প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে উপস্থাপনা করব। এর আগে অবশ্য তিনবার নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করেছি এই আয়োজনে। তবে এবারের কাজটি নিঃসন্দেহে অনেক এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং হবে। সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি।
ফারিয়া অভিনীত ‘ভয়’ সিনেমাটি ওটিটিতে মুক্তি পেয়েছে সম্প্রতি। এতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এ ছাড়া, ফারিয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে বলেও জানান তিনি।
তার মধ্যে রয়েছে কলকাতার ‘আবার বিবাহ অভিযান’ ও বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’। অচিরেই সিনেমাটি দুটি মুক্তি পাবে বলে জানো গেছে।
এএম/এমএমএ/