নায়িকার বইয়ের মোড়ক উন্মোচন করলেন কাদের
চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা ‘প্রেমিকার নাম কবিতা’ নামের কবিতার বই এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে জাহারা মিতুর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, শত সেতুর উদ্বোধনের পর এবার শত কবিতার মোড়ক উন্মোচন করলাম। জানতাম মিতু একজন নায়িকা। এবার জানলাম, তিনি লেখকও। আমরা চাই শিল্পচর্চার সঙ্গে যারা জড়িত আছেন, তারা যেন জ্ঞানচর্চার সঙ্গেও জড়িত থাকুক।
জাহারা মিতু বলেন, আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রীর নিকট।
মোড়ক উন্মোচনের সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়াসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’ প্রকাশ হয়েছে দেশ পাবলিকেশন্সের ব্যানারে। আর এতে রয়েছে ১০০টি কবিতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়।
এএম/এমএমএ/