মাদক ও ক্ষমতায়নের দিকে সংগ্রাম কুশল
ভারতের জম্মু-কাশ্মীরে জন্ম নেওয়া ‘এবারের মিসেস ওয়ার্ন্ড সংগ্রাম কুশল’। ২০০১ সালে অদিতি গোভিট্রিকারের পর ভারতের হয়ে জয় করেছেন আরেকটি সেরা সুন্দরীর বিশ্বমুকুট।
তিনি জানিয়েছেন, বলিউডে কাজ করার চেয়ে বরং মাদকের ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য কিশোর-তরুণদের শিক্ষিত করার দিকে বেশি মনোযোগ দিয়ে কাজ করতে চান।
তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি খুশি অনুভব করব, যদি আমার কাছে বলিউড থেকে একটি সুযোগ না এসে আমি কিশোর-তরুণদের মাদকের ভয়াবহতা নিয়ে যদি জানাতে পারি। মে অথবা জুন (এই বছর) থেকে কিশোর-তরুণদেও মাদক থেকে দূরে রাখতে একটি প্রচারাভিযান শুরুর একটি পরিকল্পনা করেছি।’
২০২২ সালের ১৭ ডিসেম্বর বিশ্বের সবচেয়ে সুন্দরী বিবাহিত নারীর মুকুটটি জয়ের পর তার জন্মভূমিতে সংগ্রাম কুশল প্রথম সফরের মধ্যে আরো বলেছেন, তিনি পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন নারী ও কিশোরী-তরুণী মেয়েদের ক্ষমতায়িত করার প্রচারাভিযানে।
‘মিসেস ইন্ডিয়া থেকে মিসেস ওয়ার্ল্ড এর এই যাত্রাপথে আমি এর মধ্যে কোনো পরিবর্তন দেখিনি, তবে অবশ্যই নানাবিধ দায়িত্ববোধ বেড়েছে’। কুশল তার বাবা মাকে তার প্রতি সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘আমি মডেলিং করছি। এই কাজটি করে যাব। আমি পড়াতে সবচেয়ে ভালোবাসলেও এই কাজটি করছি। কেননা, মডেলিং আমার প্রবল অনুরাগের।
সংগ্রাম কুশল আরও জানিয়েছেন, তার ক্যারিয়ারের বাঁকবদল হয়েছে যখন তার জীবনে স্বামী এসেছেন ও তিনি একজন ভারতীয় নৌবাহিনীর অফিসার এবং তিনি যখন মুম্বাইয়ে বদলী হয়ে চলে এলেন।
এই অভিনেত্রী আরও বলেছেন যে, ‘এই দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তার জন্মভূমি জম্মু ও কাশ্মীর। এখানে যে স্থানীয় তরুণ প্রজন্ম রয়েছে, তারা মেধাবী ও শিক্ষিত। তবে তাদের উৎসাহ ও সুযোগগুলো পাওয়ার ক্ষেত্রে বাধা এবং সংকট রয়েছে।’
সংগ্রাম কুশল শেষে বলেছেন, ‘এটি দুভার্গ্য যে, নারীরা বিয়ে করার পর নিজেদের বিষয়গুলো ভুলে যান ও তারা অতিরিক্ত চাপের মধ্যে পড়ে যান এবং সহ্য করেন পরিবারের দায়িত্বগুলো পালন করতে গিয়ে। তাদের সবাইকে নিজেদের বিষয়গুলো তুলে ধরতে হবে ও জোরালো কন্ঠস্বরগুলো প্রদান করতে হবে এবং তাদের সবাইকে নিজেদের স্বপ্নগুলোকে অনুসরণ করতে হবে।’
ওএফএস/