বইমেলায় হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’
জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা ও লেখক হানিফ সংকেত। প্রতিবছরের মতো এবারও বইমেলায় প্রকাশিত হয়েছে তার বই। বইয়ের নাম ‘আবেগ যখন বিবেকহীন’।
গভীর পর্যবেক্ষণ ও বুদ্ধিবৃত্তি উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন তিনি। এবারের গ্রন্থেও সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।
বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে লেখা কলাম এবং গ্রিস ও আমেরিকার মিনেসোটা রাজ্যে হানিফ সংকেতের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে ‘আবেগ যখন বিবেকহীন’ গ্রন্থটি। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে।
এ ছাড়া এবারের বইমেলায় অনন্যা প্রকাশনী থেকে বের হতে যাচ্ছে ‘হানিফ সংকেত রচনাসমগ্র-১’। ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত হানিফ সংকেত রচিত কয়েকটি গ্রন্থের সংকলনে প্রকাশিত হবে এই রচনাসমগ্র। এই বইটিরও প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
উল্লেখ্য, ইতোপূর্বে বিভিন্ন প্রকাশনী থেকে উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের উপর হানিফ সংকেতের প্রায় অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এএম/এসজি