চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর গিটার প্রদর্শনী
বাংলাদেশের ব্যান্ড সংগীতের অমর নাম আইয়ুব বাচ্চু। পৃথিবীর মায়া ত্যাগ করে ১৮ অক্টোবর ২০১৮ সালে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তবুও তার সুর ও গান প্রতিনিয়ত ভেসে বেড়ায় গানপ্রিয় মানুষের অন্তরে অন্তরে।
এবার রক আইকন আইয়ুব বাচ্চুর নিজ শহর চট্টগ্রামে আয়োজন করা হয়েছে তার ব্যবহৃত গিটার প্রদর্শনীর।
আগামী ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি হোটেলে এই প্রদর্শনী হতে যাচ্ছে। এতে আইয়ুব বাচ্চুর গিটার ও অন্যান্য স্মৃতি স্মারক প্রদর্শিত হবে। ১ দিনের এই প্রদর্শনী সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকদের একজন মাসুদ।
তিনি এ সম্পর্কে বলেন, ‘রক আইকন আইয়ুব বাচ্চুর এই গিটার প্রদর্শনীতে তার ব্যবহার করা ১৮টি গিটার, ক্যাপসহ অনেক কিছুই থাকবে। দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করে শ্রদ্ধা জানাবে আইয়ুব বাচ্চুকে।’
এর আগে রাজধানী ঢাকার সফিউদ্দীন শিল্পালয়ে আইয়ুব বাচ্চুর গিটার নিয়ে একটি প্রদর্শনী হয়েছে। এর নাম ছিল ‘হারানো বিকেলের গল্প’।
এএম/আরএ/