সজলের প্রশংসায় পঞ্চমুখ ডলি জহুর
ছোটপর্দার জনপ্রিয় তারকা আব্দুন নূর সজল। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার তার। এই দীর্ঘ বছর নিজেকে ভেঙে গড়েছেন বারবার। কাজ করেছেন চলচ্চিত্রেও। সব মাধ্যমেই নিজের অন্যরকম কারিশমা দেখিয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছেন কল্পনাতীত।
এবার ওটিটি প্ল্যাটফর্মে চমক দেখালেন সজল। ৩০ জানুয়ারি মুক্তি পেয়েছে সজল অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। তরুণ নির্মাতা ভিকি জাহেদ এটি নির্মাণ করেছেন। এই সিরিজে শিবলী চরিত্রে অভিনয় করেছেন সজল। অল্প সময়ের উপস্থিতিতেও রহস্যময় চরিত্রটিতে সজল নিখুঁত হয়ে ধরা দিয়েছেন।
এই চমকে উচ্ছ্বাসিত হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ দর্শক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। বিশেষ খ্যাতিমান অভিনেত্রী ডলি জহুর সজলের প্রশংসা করে নিজের আবেগ ঢেলে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সজল সম্পর্কে তিনি লিখেছেন, ‘সজল যে এত ভয়ানক কাজ করতে পারে, চরিত্রের সঙ্গে মিশে গিয়ে জীবন্ত এক শয়তানের রূপ ধারন করেছে সত্যি ভয়ের। খুবই ভালো করেছে সবাই, কষ্টও করেছে সবাই। সবাইকে আন্তরিক অভিনন্দন।’
নিজের চরিত্রটি নিয়ে সজল বলেন, ‘ঈশ্বর বা সৃষ্টিকর্তা যে সাতটি অভ্যাস অপছন্দ করেন সেগুলোই পছন্দ করে ইবলিশ। লোভ, লালসা, হিংসার মতো সেই সাতটি অভ্যাসের সৃষ্টিই তো মানুষকে ধোঁকার ফাঁদে ফেলার জন্য। এই ধোঁকা দেওয়ার কাজ করে ইবলিশ। এমনই একটি চরিত্র শিবলী। রহস্যময়। ঘৃণ্য। ভয়ংকর। সিরিজটি প্রচারের পর থেকে দারুণ রেসপন্স পাচ্ছি। সবাই আমার চরিত্রটি দেখে অবাক হয়েছেন বলে জানাচ্ছেন। অনেকে বলছেন ভয় পাওয়ার কথা। কেউ কেউ ইবলিশ বলে ডাকছেন মজা করে। আমি কিন্তু উপভোগ করছি সবার মন্তব্য। কারণ, এগুলোই কাজের ফিডব্যাক ও প্রেরণা।’
সজল আরও বলেন, ‘এটা সারপ্রাইজ ছিল। পরিচালক ভিকি জাহেদকে ধন্যবাদ চমৎকার গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ায়।’
সজল ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।
এএম/এমএমএ/