সাত দিনের আগে নিশ্চিত কিছুই বলা যাবে না: চিকিৎসক
কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা সম্পর্কে সাত দিনের আগে সুনিশ্চিত কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস. এম আইউব হোসেন।
তিনি জানান, আবু হেনা রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বোর্ডের সভা বসার কথা ।
রবিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি এসব কথা জানান।
ডা. এস. এম আইউব হোসেন জানান, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ডা. সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসপাইরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুইজন চিকিৎসককে রাখা হয়েছে।
তিনি বলেন, শনিবার (১৭ সেপ্টেম্বর) রনির কোভিড টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে। বোর্ডে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী রনির পরবর্তী চিকিৎসা চলবে। এখন পর্যন্ত রনি আশঙ্কামুক্ত নন। এরপরে তাকে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার রক্ত পরীক্ষায় প্লাটিলেট কম দেখা গেছে। রিপোর্টগুলো বোর্ডের চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন। এরকম দুর্ঘটনায় দগ্ধদের মাল্টি অরগ্যানে সমস্যা হয়। কাজেই কমপক্ষে সাত দিনের আগে তার অবস্থা সম্পর্কে সুনিশ্চিত ভাবে কিছুই বলা যায় না। তবে গত দুদিনের মতো আজকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। রনিসহ পুলিশ সদস্য জিল্লুর রহমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা আবু হেনাসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। সেদিন রাতে তাদের দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
এদিকে ছেলের এমন অবস্হা দেখে রনিন মা রিনা বেগম কাঁদতে কাঁদতে অজ্ঞান পড়েন। জ্ঞান ফিরলে তিনি তার ছেলে রনির জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
তিনি বলেন, আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়। রনি আমাদের এক মাত্র ভরসা।
এসএন