ঘোষণাতেই শেষ, বন্যার্তদের মাঝে আজও ত্রাণ দেয়নি শাকিব খান
ঢাকাই সিনেমা জনপ্রিয় নায়ক শাকিব খান। দীর্ঘ নয় মাস আমেরিকার নিউইয়র্ক ছিলেন তিনি। সম্প্রতি ঢাকঢোল পিটিয়ে দেশে ফিরেছেন এ নায়ক। ফিরেই গণমাধ্যমকে জানিয়েছেন তার নতুন কাজের পরিকল্পনার কথা। কিন্তু, সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার যে ঘোষণা নিউইয়র্কে বসে দিয়েছিলেন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাস্তবে তা সত্যি হয়নি এখন পর্যন্ত।
শুধু তাই নয়, ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়ে দেশের অধিকাংশ মিডিয়া কভারেজ নিয়ে দেশের মানুষদের কাছে দানবীর হওয়ার টিপ্পনিও কেটেছিলেন এ তারকা। শেষ পর্যন্ত ত্রাণ দেওয়ার কথা বেমালুম ভুলে গেছেন।
শাকিব খান দেশে ফিরে বা নিউইয়র্কে বসে বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছেন এমন খবর কোথাও পাওয়া যায়নি।
অনেকেই বলছেন, বন্যা শেষ হয়ে দেশে আরেকটা বন্যার সময় ঘনিয়ে এলো , কিন্তু শাকিব খানের ত্রাণের দেখা আজও পায়নি সেই বন্যা কবলিত এলাকার কোনো মানুষ।
পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। বন্যার্তদের উদ্ধারে মাঠে নেমেছিল সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও।
সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি এবং ব্যক্তিগত পর্যায়েও অনেকেই বন্যার্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন হৃদয় নিংড়ে। ত্রাণ দিয়েছেন অনেক সাধারণ মানুষও।
বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে তারকাদের অন্তরেও। বিশেষ করে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক অনন্ত জলিল ও ডিপজল ব্যক্তিগতভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন।
এ ছাড়া, কুঁড়েঘর ব্যান্ডের জনপ্রিয় গায়ক তাশরিফ খান এবং দেশের জনপ্রিয় ইউটিউবার ও মাই টিভি’র পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদিও ত্রাণ দিয়েছেন বন্যার্ত মানুষদের মাঝে।
শাকিব খান বন্যাকবলিত এলাকার একটা ছবি শেয়ার করে শনিবার (১৮ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি। সেই সঙ্গে একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়। বন্যা কবলিতদের যেকোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে skhumanity1@gmail.com যোগাযোগ করতে পারবেন।
সবার প্রতি আহ্বান জানিয়ে শাকিব খান আরও লিখেছিলেন, ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান -আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। সবার জন্য প্রার্থনা।’
শাকিব খানের ফেসবুক পেজে এই কথাগুলো আজও ঝুলছে। খোঁজ নিয়ে জানা যায়, বানভাসি মানুষরা আজও শাকিব থেকে কোনো সহযোগিতা পায়নি।
এ বিষয়ে নির্দিষ্ট করে জানতে শাকিব খানের মুঠোফোনে ও হোয়াটঅ্যাপে এসএমএস পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।
চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই বলেন, শাকিব খানের মতো এমন একজন তারকা যদি শুধুমাত্র আলোচনায় থাকার জন্যই অহসায় মানুষদের ব্যবহার করে এমন ঘোষণা দিয়ে তা কার্যকর না করেন, তবে তারকাদের প্রতি সাধারণ মানুষদের শ্রদ্ধা ও সম্মান তলানিতে গিয়ে ঠেকবে।
এএম/এমএমএ/