মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়
অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশি শোবিজের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি পরিবারসহ সৌদি আরবে ওমরাহ পালন করতে গেছেন। তার এই পবিত্র সফরের খবর তিনি নিজেই ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। তবে, ওমরাহ পালনে যাওয়ার পর থেকেই কিছু নেটিজেনের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি, যা নিয়ে তিনি বেশ বিরক্ত।
শুক্রবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেছেন নিলয়।
পোস্টে তিনি জানান, এর আগে বিভিন্ন দেশের ছবি শেয়ার করলেও কখনও এত বাজে মন্তব্য পাননি, বিশেষত মক্কায় ছবি দেওয়ার পর এই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া আসছে। তিনি তার পোস্টে লিখেন, “পবিত্র নগরীতে এসেছি, ছবি দেখে যদি ভালো লাগে তো ভালো মন্তব্য করবেন, আর যদি না লাগে, তাহলে এড়িয়ে যাবেন।”
এছাড়া, তিনি মন্তব্য করেন যে, “বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার প্রকাশ। হিংসা থেকে দূরে থাকলে জীবন সুন্দর হয়।” নিলয় আরও বলেন, “আল্লাহ আমাকে দ্বিতীয়বার এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি চান, আবার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও এখানে আসতে পারেন।”
এদিকে, ৯ জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আমার নাটক দেখেই আমাকে চেনেন, আর এখন নাটক ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দিন। তাতে নতুন নাটকও হবে না।”