মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিয়ে করছেন সন্দীপ্তা সেন, জানালেন দিন-তারিখ

ফাইল ছবি

বহু দিন ধরেই অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ে নিয়ে চলছিল জল্পনা। তবে এবার সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের দিন-তারিখ জানালো সন্দীপ্তা সেন। আগামী ৭ ডিসেম্বর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করছেন নায়িকা। বাকি মাত্র একটা মাস। তার মধ্যেই সব কিছু সারতে হবে। এক দিকে বিয়ের তোড়জোড়, সেই সঙ্গে আবার কাজও চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে সন্দীপ্তার ব্যস্ততা তুঙ্গে। আবার এরি মধ্য দিয়ে খুবই ছিমছাম আয়োজনে শুরু হয়ে গিয়েছে আইবুড়োভাত পর্বও । খবর আনন্দ বাজার পত্রিকার ।

প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তা সেন ।

 

বিয়ের প্রস্তুতি ও আইবুড়োভাত প্রসঙ্গে সন্দীপ্তা বলেন, “আসলে কাজের চাপ রয়েছে, সেই সঙ্গে বিয়ে— এই সময়টা বেশ চাপেই কাটছে আমার। প্রায় অনেকটাই সারা হয়ে গিয়েছে। বিয়ের বেনারসি কেনা হয়ে গিয়েছে। তবে অনেকটাই বাকি এখনও। গত কাল রাতে আমার এক বৌদির বাড়িতে নেমতন্ন ছিল। বলেই দিয়েছিলাম খুব বেশি খাওয়াদাওয়া করতে পারব না। তাই মটন, পোলাও আর রসগোল্লা ছিল। খেয়েছি। আগামী বেশ কয়েক দিন নেমতন্ন আছে। এই ভাবেই কাটবে ক’টা দিন, বুঝতে পারছি।”

বিয়ের ‘মেনু’ এবং ‘ভেনু’ কোনওটাই খোলসা করতে রাজি নন নায়িকা। তিনি চান না বিয়ের দিন কোনও সমস্যা হোক বা ভিড় জমুক। তাই বিয়ের দিনই বাকি সবটা জানা যাবে। আপাতত বিয়ের প্রস্তুতিতে মজে টলিপাড়ার নায়িকা।

Header Ad
Header Ad

নির্বাচন কমিশনে ইউএনডিপি’র প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি ও অন্যান্য সহায়তা দিতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচনের সময়সীমা অনুযায়ী প্রস্তুতি চলছে এবং ইউএনডিপি’র কাছে কারিগরি সহায়তাসহ বেশ কিছু সহযোগিতা চাওয়া হয়েছে। আলোচনা শেষে উভয় পক্ষ ১০ দিন পর পুনরায় বৈঠকে বসবে।

ইউএনডিপি’র আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল "নিড অ্যাসেসমেন্ট মিশন" এর আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার প্রস্তাব নিয়ে আলোচনা করছে।

উল্লেখ্য, অতীতেও ইউএনডিপি নির্বাচন কমিশনের সঙ্গে প্রশিক্ষণ ও নির্বাচনী উপকরণ সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছে। এই ধারাবাহিকতায় নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে তারা আবারও সহযোগিতায় আগ্রহী।

Header Ad
Header Ad

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই

লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বাবরের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে দুটি মামলা হয়।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ মামলার রায় দেন। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া, তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এরপর আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত ২৪ ডিসেম্বর বাবরসহ ছয় আসামি খালাস পান। আজ ওই ঘটনায় দায়ের করা দুটি মামলাতেই খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Header Ad
Header Ad

‘ঘোষণা দিতে ব্যর্থ হলে হাসিনার পতনের মত প্রোক্লেমেশন আদায় করে নেব’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন দিতে ব্যর্থ হলে একসঙ্গে মিলে যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি প্রয়োজন হলে সেভাবে আবার প্রোক্লেমেশন আদায় করে নেব’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রোক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায়? কারা বাধা দিচ্ছে সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। যদি ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন।’

মঙ্গলবার দুপুরে (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি। আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে। আমরা আপনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি কোনো কারণে মনে করেন প্রোক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে আগস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক একইভাবে আবার রাস্তায় নেমে আসব।’

তিনি বলেন, তরুণ প্রজন্মের ভাষা যদি বুঝতে আপনারা ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের মতোই আপনাদের পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদী বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক চিন্তা রয়েছে, সবকিছুর সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে।’

হাসনাত আরও বলেন, ‘রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা বিপ্লবী শক্তি, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই-আমাদের হারানোর কিছুই নেই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কি-না, সেই সিদ্ধান্ত নতুন করে নেয়ার কিছুই নেই। সেটার চূড়ান্ত সিদ্ধান্ত গত ৫ই আগস্ট হয়ে গেছে। সুতরাং যারা আবার নতুন করে আওয়ামী লীগের রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন, তাদের বলতে চাই-এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি-না সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়।’

এসময় আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচন কমিশনে ইউএনডিপি’র প্রতিনিধি দল
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই
‘ঘোষণা দিতে ব্যর্থ হলে হাসিনার পতনের মত প্রোক্লেমেশন আদায় করে নেব’
টাঙ্গাইলে ১০ কোটি টাকার বালু ৪৯ লাখে বিক্রি: এসিল্যান্ডের বিরুদ্ধে সুবিধা নেওয়ার অভিযোগ
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানির নতুন তারিখ
নওগাঁয় ডাকাতি শেষে গৃহবধূকে ‍তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন ওয়াজেদ জয়
মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ‘বিতর্ক’, তথ্য প্রকাশে আপত্তি
প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ হারালেন প্রেমিকা
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও
৩০ বছরের সংসার ভাঙল কোচ গার্দিওলার
১ লাখ ৬০ হাজার বছর পর বিরল ধূমকেতু দেখতে যাচ্ছে পৃথিবী
চলতি বছরের জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব: বিএনপি
বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল পাকিস্তান
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের রায় বুধবার
এবার টিউলিপকে দায়িত্ব ছাড়ার আহ্বান দুর্নীতিবিরোধী জোটের
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ময়মনসিংহে হামলার হুমকিতে ৭৫৫ বছরের ওরস বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের  
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু  
এলপিজি গ্যাসের সাড়ে ৭ শতাংশ অতিরিক্ত ভ্যাট অব্যাহতি