দক্ষিণ-দক্ষিণ পূর্ব এশিয়ায় পারফরম্যান্স, নেতৃত্বে আনন্দিতা খান
নির্মাতাদের মধ্যে আন্তসাংস্কৃতিক বিনিময় এবং অভিজ্ঞতার তুলনামূলক বোঝাপড়ার সম্ভাবনা অন্বেষণ করার প্রয়াস হিসেবে, গ্যোটে ইনস্টিটিউট, কনফ্লিকটোরিয়ামের সহযোগিতায় ‘Invisible Dance: The Body in Friction’ নামে একটি প্রক্রিয়া-ভিত্তিক গবেষণাগারের আয়োজন করে আহমেদাবাদে।
বাংলাদেশকে প্রনিধিত্ব করতে দেশের প্রতিভাবান এবং তরুণ সমসাময়িক নৃত্যশিল্পী আনন্দিতা খান নির্বাচিত হন। তিন-সপ্তাহের রেসিডেন্সি দ্বন্দ্ব ধারণা সম্পর্কিত শরীরের চারপাশে একটি মূর্ত বক্তৃতা নির্মাণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই নিবিড় আবাসনের পরিসমাপ্তি হিসেবে, অংশগ্রহণকারী শিল্পীরা শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কনফ্লিক্টোরিয়ামে তাদের কাজ-প্রগতি উপস্থাপন করবে।
‘ইনভিসিব্যল ড্যান্স’ ২০২৩-এর মোট ৬টি দেশের ৯ জন অংশগ্রহণকারীরা হলেন-আনন্দিতা খান (বাংলাদেশ), অ্যারন কায়সার গার্সিয়া (ফিলিপাইন),আশিস কর্নাওয়াত (ভারত), আয়ু পারমাতা সারি (ইন্দোনেশিয়া), তোয়ান দোয়ান (ভিয়েতনাম), ঈশ্বরা দেবতি (ইন্দোনেশিয়া), খুরশীদ আহমেদ (ভারত) , উমেশী রাজেন্দ্র (শ্রীলঙ্কা) এবং বীণাদারি লক্ষিকা জয়কোদি (শ্রীলঙ্কা)।
এমএমএ/