একই মঞ্চে নাচবেন নিপুণ ও জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন জায়েদ খান ও নিপুণ আক্তার। এই দ্বন্দ্ব এখনো চলমান। তবে এবার এসব কিছুকে ছাপিয়ে অন্যরকম এক আলোচনায় এসেছেন তারা। দ্বন্দ্বের আঁকাবাঁকা পথ ভুলে একই মঞ্চে নাচবেন জায়েদ খান ও নিপুণ। তবে একই মঞ্চে নাচলেও একসঙ্গে নাচবেন না তারা।
বৃহস্পতিবার (৯ মার্চ) আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আসর। এই অনুষ্ঠান সফল করতে গঠন করা হয়েছে ২১ সদস্যের সাংস্কৃতিক উপকমিটি। কমিটিতে স্থান পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এই কমিটির হয়ে মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান। একই মঞ্চে চিত্রনায়িকা নিপুণও পারফর্ম করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ (অতিরিক্ত)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কার দেওয়ার পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে জায়েদ-নিপুণ ছাড়াও পারফর্ম করবেন অপু বিশ্বাস, পূজা চেরী, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাইমন সাদিক, ইমন, নিরব।
এএম/এমএমএ/