গ্র্যামিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে

মার্কিন গায়িকা ও অভিনেত্রী বিয়ন্সে এবার গ্র্যামি অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিয়ন্সে নোলস জিতে নিলেন আরও ৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড।
এর মাধ্যমেই সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখালেন এই মার্কিন গায়িকা-অভিনেত্রী। এ নিয়ে ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জিতলেন বিয়ন্সে।
৩১ বার গ্র্যামি পুরস্কার পেয়ে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন প্রয়াত সংগীত পরিচালক জর্জ সলতি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সোমবার ভোরে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর বসেছিল। আসরের শুরুতেই সেরা ড্যান্স রেকর্ডিং ও সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে দুটি গ্র্যামি জিতে নেন বিয়ন্সে। এতে তার গ্র্যামির সংখ্যা দাঁড়ায় ৩০-এ। এরপর সেরা আর অ্যান্ড বি গান ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে আরও দুটি গ্র্যামি জিতে গড়েন নতুন ইতিহাস।
তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়াহ।
সূত্র: বিবিসি
এএম/এসজি
