শনিবার, ১২ এপ্রিল ২০২৫ | ২৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

চলে গেলেন এলভিস প্রিসলির রক্তের বাঁধন লিসা মেরি প্রিসলি

চলে গেলেন রক এন রোল কিংবদন্তী তারকা এলভিস প্রিসলির একমাত্র সন্তান লিসা মেরি প্রিসলি। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৫৪ বছর বয়সী এই তারকা।

তার মা প্রিসিলা প্রিসলি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘গভীর বেদনাবিধুর হৃদয়ে আমাকে ভাগ করে নিতে হচ্ছে সেই খবরটি, যে আমার সুন্দরী ও ভালো মেয়ে লিসা মেরি প্রিসলি আমাদের ছেড়ে চলে গিয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘সে ছিল সবচেয়ে আবেগপ্রবণ, শক্তিশালী নারী ও ভালোবাসার দিক থেকে আমার যেকোনো সময়ে চেনা নারীদের মধ্যে সবার সেরা।’

কিংবদন্তী রক এন রোল রাজা এলভিসের মতো তার মেয়েও হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি ছিলেন সবার সেরা পুরুষ পপ আইকন মাইকেল জ্যাকসন ও হলিউডের বিশ্বখ্যাত তারকা নায়ক নিকোলাস কেজের সাবেক স্ত্রী।

বিনোদন ম্যাগাজিন টিএমজেড জানিয়েছে, লিসা মেরি প্রিসলি তার লস অ্যাঞ্জলসের শহরতলী ক্যালাবাসেসের বাড়িতে রোগে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই সপ্তাহের শুরুতে বেভারলি হিলসের গোল্ডেন গ্লোবে অংশ নিয়েছেন এই তারকা ও মহাতারকার মেয়ে ও মহাতারকাদের সাবেক স্ত্রী।

সেখানে তার বাবার আত্মজীবনীমূলক সিনেমা ‘এলভিস’-এ অনবদ্য অভিনয় করে তরুণ অভিনেতা ‘অস্টিন বাটলার সেরা অভিনেতার গোল্ডেন গ্লোব’ জয় করেছেন। বাটলার তার আনন্দ ফিকে করে দেওয়া লিসা মেরি প্রিসলির মত্যুতে তার শোক প্রকাশ করেছেন ও তার মায়ের প্রতি নিজের সমবেদনা প্রকাশ করেছেন।

লিসা মেরি প্রিসলির বাবা ও প্রিসিলা প্রিসলির স্বামী এলভিস প্রিসলি বিশ্বকে হতবাক করে দিয়ে মোটে ৪২ বছর বয়সে চলে গিয়েছেন ১৯৭৭ সালের ১৬ আগষ্ট। তবে কোনোদিনও এতটুকু কমেনি তার খ্যাতি ও প্রভাব।

ভক্তদের আন্দোলিত করে এলভিস ও প্রিসিলা প্রিসলির একমাত্র সন্তান এই কন্যার জন্ম হয়েছে টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে ১৯৬৮ সালের ১ ফেব্রুয়ারি।

এলভিসের সকল সম্পদ ও বৈভবের মালিক ছিলেন লিসা মেরি প্রিসলি। তিনি তার বাবার বিখ্যাত বাড়ি ও তার দর্শনে আগত পর্যটকদের বিখ্যাত বিনোদন এবং ভালোবাসার স্থান গ্রেসল্যান্ড ম্যানশনের মালিক হয়ে ছিলেন শহরটিতে। তিনি তার বাবাকে হারান মোটে নয় বছরের শিশু অবস্থায়।

বাবাকে হারানোর দীর্ঘদিন পরে, তার খ্যাতি, কান্না ও ভালোবাসার জীবনে বন্দী থাকতে, থাকতে ২০০৩ সালে তাদের পদাঙ্ক অনুসরণ করে লিসা মেরি প্রিসলি নিজের গানের ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম অ্যালবামটির নাম হলো ‘টু হুম ইট মে কনসার্ন’। তার দুই বছর পর বের করেছেন ‘নট হোয়া’ট। তার এই দুই অ্যালবামের দুটিই বিলবোর্ডে সেরা ২০০ অ্যালবামের বাছাই তালিকাতে প্রথম ১০ এর তালিকাতে ছিল। সাত বছর বিরতি দিয়ে ২০১২ সালে তিনি প্রকাশ করেছেন তার তৃতীয় অ্যালবাম ‘স্টর্ম অ্যান্ড গ্রেস’।

মাইকেল ও কেজকে ছাড়া আরও দুটি বিয়ে করেছেন এই নারী। ১৯৮৮ সালের ৩ অক্টোবর ভালোবাসার প্রথম সংসারটি বেঁধেছিলেন এলভিসের মেয়ে। এই ঘরে তার একটি মেয়ে ও একটি ছেলে আছে। তার দ্বিতীয় বিয়ে হয়েছে পপ স্টার মাইকেল জ্যকসনের সঙ্গে ১৯৯৪ সালে সারা দুনিয়াকে আলোচিত করে। তার মাত্র ২০ দিন আগে তার প্রথম স্বামী সঙ্গীতবিদ ড্যানি কিয়োর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। মাত্র দুই বছরের মাথায় ১৯৯৬ সালে মাইকেল জ্যাকসনের সঙ্গে তিনি বিবাহ বিচ্ছেদ করতে বাধ্য হন। তখন মাইকেল জ্যাকসন শিশুদের যৌন নিপীড়নের অভিযোগের মামলাগুলোর মোকাবেলা করছিলেন। এরপর আবার ছয় বছর একাকী জীবনযাপন করেন লিসা মেরি প্রিসলি। তিনি তার বাবার প্রবল ভক্ত এবং হলিউডের অন্যতম মহাতারকা নিকোলাস কেজকে ২০০২ সালের ২৫ নভেম্বর বিয়ে করলেন। তবে চার মাস পড়েই আদালতে বিচ্ছেদের আবেদনের ফাইল দাখিল করলেন কেজ।

চার বছর পর ২০০৬ সালের ২২ জানুয়ারি নিজের গিটার শিক্ষক ও গানের প্রযোজক মাইকেল লকডডকে বিয়ে করেন লিসা মেরি প্রিসলি। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়েছে। সারাজীবনই গানের মানুষদের পেছনে ঘুরেছেন এলভিসের একমাত্র সন্তান, অনিন্দ্য সুন্দরী ও বিরাট বড়লোক লিসা মেরি প্রিসলি।

তার প্রথম ঘরে জন্মেছে একমাত্র ছেলে সন্তান বেনজামিন কিয়ো। আরও তিনটি মেয়ে আছে লিসার। তবে তার ছেলেটি ২০২০ সালে মোটে ২৭ বছর বয়সে মাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যায়।

লিসা মেরি প্রিসলির ছেলে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তাদের লস অ্যাঞ্জেলস কাউন্টির করোনার বা শবদাহকারক। তার বড় বোনটি এখন ৩৩ বছরের, নাম রাইলি কিয়ো। তিনি একজন অভিনেত্রী। তার মায়ের আরও দুটি যমজ মেয়ে আছে শেষ বাবার ঘরে। নাম হার্পার ও ফিনলে লকউড। দুজনেরই ১৪।

এই মঙ্গলবার সর্বশেষ আলো ছড়িয়েছেন তাদের মা লিসা মেরি প্রিসলি। নিজের মাকে নিয়ে তিনি গিয়েছেন গোল্ডেন গ্লোবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে, তাদের যুক্তরাষ্ট্রেরই বিখ্যাত বেভারলি হিলসে। তার বাবাকে নিয়ে বানানো ছবিটির পুরস্কার জয় করার অনুষ্ঠানে, অন্যতম অতিথি হিসেবে। সেখানে পুরস্কার জয় করে বাটলার তাদের বলেছেন, ‘আমি আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই।’ আর এলভিসের জন্য বলেছেন, ‘আপনাকে চিরকাল ভালোবাসি এলভিস।’ তার এই আবেগময় বক্তব্য এলভিস প্রিসলির বিধবা বিশ্বখ্যাত স্ত্রী ৭৭ বছর বয়সী প্রিসিলা ও ৫৪ বছরের লিসাকে কাঁদিয়েছে।

এরপর ফিরে এসে নিজের ইনস্ট্রাগ্রাম পেইজে এলভিস প্রিসলির স্ত্রী ও এখন বয়সের প্রান্তসীমায় চলে আসা প্রিসিলা প্রিসলি অ্যাস্টন বাটলারকে আশীর্বাদ করেছেন ও বলেছেন, ‘অ্যাস্টন বাটলার এলভিসের ওপরে দুই বছর পড়ালেখা করেছে ও সহজেই সে হয়ে গিয়েছে তার অভিনয়ের জাদুতে। আমি তোমার জন্য অত্যন্ত গর্বিত ও তোমার ওপর খুব খুশি। অ্যাস্টন তোমার ওপর আমার আর্শীবাদ থাকলো। এই অবিশ্বাস্য মেধাবী পুরুষটিকে যেভাবে বাজ লুম্যান তার ক্যামেরায় বন্দী করেছেন সেটিও তোমার মাধ্যমে স্বীকৃতি লাভ করলো।’

এর মাত্র এক সপ্তাহ আগে সারা দুনিয়া থেকে আসতে সক্ষম এলভিস প্রিসলির ভক্তরা একে, একে জড়ো হয়েছিলেন তাদের আধুনিক তরুণদের গানের রাজার স্মরণে আয়োজিত টানা পাঁচদিনের ‘পার্কস এলভিস ফেস্টিভ্যাল’-এ। ১৯৯৩ সাল থেকে প্রতি জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়ান নিউ সাউথ ওয়েলসে এই উৎসব, গানের আয়োজন, এলভিসের প্রদর্শনগুলোর প্রদর্শনী ও তাকে ভালোবাসার আয়োজনটি হয়।

একটি অবিশ্বাস্য ও অসাধারণ জীবন কাটিয়েছেন তিনি একজন নারী হিসেবেই। ছিলেন বিশ্বের অন্যতম সেরা গানের আইকনের একমাত্র সন্তান। আর আরেকজন সেই গানের আইকনের একসময়ের জীবনসঙ্গীনী। তবে আজীবন মাটির দিকে তাকিয়ে চলেছেন, এ বড় অবিশ্বাস্য। নিজের জীবনের নানা প্রান্তের ঘটনায় ব্রিটেনের ইস্ট সাসেক্সের অংশকেও স্বীকৃতি দিয়েছেন স্মৃতির খাতায়। ‘আমি হতে চেয়েছিলাম স্বাভাবিক। নিজের ওপর দিয়ে যথেষ্ট গিয়েছে। অনেক ভাবতে হয়েছে। আমাকে অনেক অত্যাচার সইতে হয়েছে। চারপাশে অনেক কিছু হয়েছে যেগুলো নিয়ে ভেবেছি। তারা ছিল ও তারা অনেক বেশি ছিল। ফলে আমাদের শূণ্য থেকে শুরু করতে হয়েছে, আমিও কোনো জায়গা থেকে শুরু করতে চেয়েছি। আমি আমার মাথা থেকে ভেবেছি ও লিখেছি এবং রেকর্ড করেছি। এজন্য আমাকে যত দূর যেতে হয় যেতে হয়েছে। আমার ভাবনা, লেখা ও রেকর্ডগুলোকে ভালোবেসেছি এবং আমি বাড়িটি কিনেছি’ বলেছেন তিনি।

এলভিসের উত্তরাধিকারের একমাত্র ধারক লিসা মেরি প্রিসলি যাকে তারা ডাকতেন ‘প্রিসলি’-এই একমাত্র সন্তানটি এলভিস ও প্রিসিলা প্রিসলির, তার বাবাকে সিনেমাগুলোতে নিয়ে আসার বিষয়েও গভীরভাবে ভেবেছেন। তিনি হলেন সেই মানুষটি, যার গুন্ঠিত চোখজোড়া ছিল, নিষ্পাপ হাসিগুলো চমকে দিয়েছে, নম্র, নীচু ও তিরিক্ষি কন্ঠস্বর ছিল তার এবং তার বাবাকে অনুসরণ করে গিয়েছেন পেশাদারভাবে, নিজের রক গানের অ্যালবামগুলো ২০০০’র দশকগুলোতে প্রকাশ করে। এমনকি বাবার সঙ্গে নিজের সরাসরি সঙ্গীতের বাঁধন বেঁধেছেন। এলভিস প্রিসলির রেকর্ডগুলোর মধ্যে ‘ইন দ্যা গেহটো’ ও ‘ডোন্ট ক্রাই ড্যাডি’ গানে নিজের কন্ঠকে তিনি ভাগ করে নিয়েছেন। অর্থপূর্ণ দ্বৈত একটি গানে তার বাবাকে নিজের মা গ্লাডিস প্রিসলির একেবারে অল্প বয়সে এতিম করে চলে যাওয়ার দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছে।

২০১২ সালে দেওয়া বার্তা সংস্থা এপি কে দেওয়া একটি সাক্ষাৎকারে লিসা মেরি প্রিসলি বলেছেন, ‘বাবার সবই ছিল আমার জীবনে, বাবা আমাকে সবভাবেই প্রভাবিত করেছেন। এটি এমন কিছু নয় যেটি আমি এখন শুনলাম ও সেটি আলাদা হলো। আমাকে সবসময়ই হয়ত ঘনিষ্টভাবে শুনে যেতে হয়েছে ও হচ্ছে। আমাকে তার বিষয়গুলোতে নিয়মিতভাবে থাকতে হচ্ছে এবং সবসময়ই তার ভালো চেয়েছি, তার সবচেয়ে গুণমুগ্ধদের একজন হয়েছে। তিনি সবসময় আমাকে উদ্দীপ্ত করেছেন। এখনো তাই।’

ওএফএস/এএস

Header Ad
Header Ad

রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন। তিনি রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টার এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ৭ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুদেশের সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, যেমন প্রশিক্ষণ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, রাশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং যৌথ প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়।

পরদিন, ৮ এপ্রিল, তিনি রাশিয়ান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ বিনিময়, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থী ও প্রশিক্ষকের আদান-প্রদান, এবং যৌথ সামরিক মহড়া সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া সেনাবাহিনী প্রধান রাশিয়ান রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন। সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্তি বিষয়ে আলোচনা হয়।

তিনি ‘রোস্টেক’ ও ‘রোজোবোরন এক্সপোর্ট’-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। এতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

১০ এপ্রিল, ক্রোয়েশিয়া সফরের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সক্ষমতা বৃদ্ধি, সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প স্থাপন, যৌথ সামরিক মহড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান রাশিয়া সফরে রওনা হন এবং পরে ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় যান।

Header Ad
Header Ad

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১২

টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: ঢাকাপ্রকাশ

মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি দল মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১২ জন যাত্রী আহত হন।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করে। তারমধ্যে গুরুতর আহত অবস্থায় এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সফিকুল ইসলাম রয়েছেন।

এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল্লাহ জানান, খবর পেয়ে দুর্ঘটনার কবলিত দুইটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে এবং আহতদের মধ্যে একজন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

Header Ad
Header Ad

ফিলিস্তিনিদের মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হলো 'মার্চ ফর গাজা'

ফিলিস্তিনিদের মুক্তি কামনায় মোনাজাত। ছবি: ঢাকাপ্রকাশ

ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের মুক্তি এবং শান্তির প্রত্যাশায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া এই গণজমায়েত শেষ হয় বিকেল ৪টার দিকে মোনাজাতের মাধ্যমে।

ফিলিস্তিনিদের জন্য করা এই আবেগঘন মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জনসমুদ্রে পরিণত হওয়া এই কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সমবেত হন রাজধানীর প্রাণকেন্দ্রে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্বখ্যাত কারী আহমদ বিন ইউসুফ। এরপর দেশের প্রথিতযশা ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী বক্তব্য দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেন। আলেমদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জনতাও গর্জে উঠে—“আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই।”

কর্মসূচিতে উপস্থাপনার দায়িত্বে ছিলেন মুফতি রেজাউল করিম আবরার। বক্তব্য দেন দেশের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিনের কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘মার্চ ফর গাজা’ ঘোষণাপত্র পাঠ। এটি পাঠ করেন জাতীয় দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে ফিলিস্তিনের মুক্তির জন্য মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানানো হয়।

গণজমায়েত উপলক্ষে রাজধানীর শাহবাগ, দোয়েল চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন, গুলিস্তান ও আশপাশের এলাকায় ছিল অভূতপূর্ব জনসমাগম। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক বা ধর্মীয় আয়োজন নয়—বরং এটি হয়ে উঠেছে এক জনতার আত্মিক প্রতিবাদ, একটি মানবতার বার্তা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে ২ মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ১২
ফিলিস্তিনিদের মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হলো 'মার্চ ফর গাজা'
আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে একটি করে ফিলিস্তিন: আজহারী (ভিডিও)
নওগাঁয় বিলের খাস জমিতে পুকুর খননের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি
কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু
সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে: আমিনুল হক
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি: ডিএমপি
‘মার্চ ফর গাজা’ নিছক কোনো পদযাত্রা নয়, এটি মুসলিমদের ঐক্যের সেতু: আজহারি
ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
আল-আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে: উপদেষ্টা ফারুকী
১০ জনের পরিবারের সবাইকে হত্যা করল ইসরায়েল
পিএসএল না খেলেই দেশে ফিরছেন লিটন
পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমেছে ৮০ কোটি ৭৫ লাখ টাকা
ভারী বর্ষণ-বজ্রপাতে ভারত ও নেপালে প্রায় ১০০ জনের প্রাণহানি
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, গণনা চলছে
অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন ওবায়দুল কাদের