মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ইমন
জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এই সংগীত পরিচালক। ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. আল মামুন তাকে অব্যাহতি দিয়েছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২ আগস্ট সংগীত পরিচালক ইমন এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ২১ আগস্ট দিন ধার্য করেন। এরপর আদালত সোমবার তাকে এ মামলা থেকে অব্যাহতি দেন।’
এ বিষয়ে শওকত আলী ইমন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে মামলা করে আমাকে হয়রানি করা হলো সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই আদালত আমাকে মামলা থেকে অব্যহতি দিয়েছেন।’
উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এএম/এসজি