এলভিসের মৃত্যু দিনে একত্রে ৩০ হাজার ভক্ত
রক অ্যান্ড রোলের রাজা এলভিস প্রিসলি। ১৬ আগষ্ট ছিল তার ৪৫তম মৃত্যুবার্ষিকী। মোটে ৪২ বছরে ১৯৭৭ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন ২০ শতকের সবচেয়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অন্যতম গায়ক।
মৃত্যুদিনে সাবেক স্বামী এলভিসকে মনে করে অভিনেত্রী প্রিসিলা প্রিসলি বলেছেন, ‘ও আমার ঈশ্বর। এই সপ্তাহটি একটি বড় সপ্তাহ তার কারণে নিশ্চিত। জীবনে যেটি সে করতে চেয়েছে বা করেছে, আমি সেটি পূরণ করার চেষ্টা করেছি। এ একটি বড় দায়িত্ব ছিল।’
তিনি সোমবার এলভিস প্রিসলির ৩০ হাজার ভক্তের সঙ্গে মোমবাতি প্রজ্জ্বালনে অংশ নিয়েছেন।
‘এত মানুষ এখনো এলভিস চলে যাওয়ার এতগুলো বছর পর তাকে মনে করে এসেছেন’, তিনি আরো বলেছেন সেখানে।
তিনি এলভিসের জীবন নিয়ে বানানো ‘এলভিস’ নামের ছবিতে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন।
পরিচালনা করেছেন বাজ লিওম্যান।
প্রিসিলা বলেছেন, ‘আমি মনে করি একটি মহান ছবি এটি। আমাকে বলতে হবে, বাজ লিওম্যান একজন জিনিয়াস। আমি জানি না এমন কেউ আছেন কি না, যিনি তার মতো করে ছবিটি তৈরি করতে পারতেন।’
‘আমি এলভিসকে ব্যাখ্যা করতে চেষ্টা করতাম, কেন তাকে সব মেয়েদের সঙ্গে তার ছবিগুলো করা উচিত নয়। সৈকতগুলো যে কাজগুলো করত সে ও জীবনে যা কিছু করত, সিরিয়াসলি করত। ফলে সেই স্মৃতিময় জীবনের মধ্যে বসবাস, ছবিগুলো দেখাও আমাকে বিপুল পরিমাণ স্মৃতিভান্ডারে নিয়ে যায়’, বলেছেন স্বামীর সম্পর্কে প্রিসিলা প্রিসলি।
ছবি : ১৯৬৭ সালে তাদের বিয়ের দিনের ছবি।
ওএফএস।