চারবার গ্র্যামি জয়ী তারকা অলিভিয়া আর নেই

গ্র্যামি জয়ী ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গায়িকা অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন আর নেই। ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় খামার বাড়িতে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে অলিভিয়া নিউটন-জন শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’
অলিভিয়া গানের মাধ্যমে প্রথম সাড়া ফেলেন সত্তর দশকে। তিনি চারবার গ্র্যামি জয় করেন। তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। অভিনেত্রী হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। ১৯৭৮ সালে তার অভিনীত ‘গ্রিস’ চলচ্চিত্রটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করে। সেইসঙ্গে তিনিও রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন। দীর্ঘ তিরিশ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন অলিভিয়া। ১৯৯২ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হন তিনি। তখন সেরে উঠলেও ২০১৩ সালে আবার তা ফিরে আসে তার শরীরে। দ্বিতীয় দফায়ও সেরে উঠেন তিনি।
তবে ২০১৭ সালে তৃতীয়বারের মতো এ রোগ বাসা বাঁধে তার শরীরে। অবশেষে ক্যান্সারের কাছে হেরে গেলেন এই তারকা গায়িকা ও অভিনেত্রী।
এএম/আরএ/
