প্রীতমের তেলহীন গান
গীতিকার সুরকার গায়ক ও সংগীত পরিচালক প্রীতম আহমেদ। ভিন্নধর্মী গানের মাধ্যমে শ্রোতাদের মনে ঠাঁই নিয়েছেন তিনি। প্রেম বিরহ ছাপিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রীতম গান বেঁধে যান আপন মনে।
সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সুবাদে ঈদে প্রকাশিত তার গাওয়া একটি গান নতুন করে আলোচনায় এসেছে। গানটির শিরোনাম ‘বোকাসোকা’ থাকলেও এর স্লোগান করা হয়েছে ‘একটি তেলহীন গান’ নামে। হ্যালো বানিজ্যমন্ত্রী আপনার বানিজ্য কেমন চলছে?, শুনেছেন নিশ্চয়ই তেলে-বেগুনে বাজারে আগুন জ্বলছে!,
আরে তোমার ব্যবসা, তোমার বানিজ্য; সবই চলে ঠিক, তাই সিন্ডিকেটে, খায় লুটেপুটে লুটে; আধমরা নাগরিক-এমন কথায় গানটি লেখার পাশাপাশি এর সুর সংগীত করেছেন প্রীতম নিজেই। গানটি প্রীতম আহমেদের নিজস্ব ইউটিউব চ্যানেলসর তার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। এর ভিডিও পরিচালনা করেছেন প্রীতম নিজেই। লন্ডনে ভিডিও নির্মিত হয়েছে।
এ সম্পর্কে প্রীতম আহমেদ বলেন, ‘বর্তমানে আমরা স্ববিরোধী মনস্তাত্ত্বিকতায় উপনীত একটি জাতি।
আমরাই দুর্নীতি করি আমরাই তাদের ক্ষমা করি আবার আমরাই এর ফলও ভোগ করি। যখন অপরাধ করি তখন নিজেদের স্বার্থ দেখি বলে পরে আমারা নিজেরাই বোকা হয়ে যাই। আমরা জায়গা মতো ভয় পাই আবার অজায়গায় এসে সাহস দেখাই। নিজেকে নিজেতো গালি দেওয়া যায় না তাই আদর করে নিজেকে বোকাসোকা ডাকলাম।’
এএম/এমএমএ/