সিমলার ‘প্রদর্শন অযোগ্য’ চলচ্চিত্রই ব্যাপক সাড়া পাচ্ছে ইউটিউবে
সমাজের চোখে অসম প্রেম নিয়ে চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। রুবেল আনুশ পরিচালিত ছবিটি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা ছবিটিকে সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করেন। পরে পরিচালক ছবিটি ইউটিউবে মুক্তি দেন। ইউটিউবে মুক্তির এক মাসের আগেই ব্যাপক সাড়া পাচ্ছে এটি। আলোচিত নায়িকা সিমলা অভিনীত ‘প্রদর্শন অযোগ্য’ সেই চলচ্চিত্রই ইউটিউবে মানুষ দেখলো ১০ লক্ষবার!
ইউটিউবে একেবারে টাটকা সিনেমা মুক্তির ঘটনা বিরল। সিনেমা হল কিংবা টেলিভিশনে মুক্তির বেশ কিছুদিন পর ইউটিউবে দেয়ার প্রচলনই বেশি। অথচ তরুণ নির্মাতা রুবেল আনুশ সাহস করে নিজের প্রথম সিনেমা সরাসরি মুক্তি দিলেন ইউটিউবে! তাতেই পেলেন সাফল্য, ব্যাপক সাড়া।
রুবেল আনুশ বলেন, ‘আশা তো ছিলো সিনেমাটি হলে দেখাবো। এখন যেহেতু সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাই ইউটিউবে মুক্তি দিলাম। সেখানে যেভাবে দর্শকদের সাড়া পেয়েছি, তা আমরা কেউই আশা করি নাই। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ’
ছবিটি দেখে ইউটিউবে মন্তব্য করছেন বহু দর্শক। কেউ করছেন সমালোচনা, কেউ আবার প্রশংসা করছেন। দর্শকদের এ আলোচনা সমালোচনাকে ভালো দৃষ্টিতে দেখছেন আনুশ। তিনি বলেন, দর্শকরা ভালো মন্দ সমালোচনা করছেন তার মানে তারা ছবিটি দেখছেন। তাদের সমালোচনাগুলো আমাদের সামনে পথ চলায় সহায়ক হবে।
এ সিনেমায় আলোচিত নায়িকা সিমলার বিপরীতে ছিলেন 'ঘেটুপুত্র কমলা' খ্যাত মামুন। অন্যদের মধ্যে অভিনয় করেছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান প্রমুখ।