ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে, অভিনয় ছাড়বো বলিনি: তামিম মৃধা
অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। ছবি: সংগৃহীত
ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে অভিনয় ছেড়েছেন এমন খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়েছে। এই নিয়ে দেশের গণমাধ্যমেও খবর আসে যে, অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা ইসলামের টানে অভিনয় থেকে অবসর নিয়েছেন।
তবে আজ (২৫ জানুয়ারি) তামিম মৃধা এ বিষয়ে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি জানান যে, তিনি মিডিয়া ছাড়ছেন না।
তামিম বলেন, "আমি কোথাও বলিনি যে অভিনয় ছাড়বো বা মেইনস্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। যারা এসব নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, তারা আমার সঙ্গে আলোচনা না করেই এসব করেছেন। তাদের মনগড়া সংবাদ বা পোস্ট।" তিনি আরও জানান, তার বিয়ের সময়েও একই ধরনের গুজব রটেছিল।
এদিকে, তার বড় ভাই সাকিব এম তালহা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, "তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি সবাই তাকে সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন।" তবে তামিম এই বিষয়ে মন্তব্য করে বলেন, "সে আমার ভাই। ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে, কিন্তু আসল কথাটা কেউ আমার সঙ্গে আলোচনা না করে প্রচার করছে।"
এছাড়া, তামিম মৃধা তার নতুন পডকাস্ট শো "দ্য মেসেজ পডকাস্ট" নিয়েও কথা বলেন। তিনি জানান, ইসলাম এবং যুবকদের মাঝে প্রচলিত ভুল ধারণা নিয়ে তিনি এই পডকাস্ট শুরু করেছেন। তামিম আরও বলেন, "আমি মেইনস্ট্রিম মিডিয়া ছেড়ে ইসলামের পথে এসেছি এমন কিছু বলিনি। আমার জন্য ভালো স্ক্রিপ্ট আসলে আমি আবার অভিনয়ে ফিরতে প্রস্তুত।"
তামিম জানান, কোভিডের পর মনোমত স্ক্রিপ্ট না পাওয়ায় অভিনয় কমিয়ে দিয়ে চাকরি ও ব্যবসায় মনোযোগ দিয়েছেন, তবে ভবিষ্যতে ভালো সুযোগ পেলে কাজ করবেন। এছাড়া, তিনি কনটেন্ট তৈরি ও ব্র্যান্ড এনডোর্সমেন্ট নিয়ে কাজ চালিয়ে যাবেন এবং তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোরআন ও সুন্নাহর আদর্শ নিয়ে ভালো কনটেন্ট তৈরি করবেন।