নকল বিতর্কে রায়হান রাফি
বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ‘পোড়ামন-২’, ‘দহন’, ‘পরাণ’ এবং ‘দামাল’ সিনেমা নির্মাণের মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। যদিও ‘পরাণ’ সিনেমার মাধ্যমে হিট পরিচালকের তকমা পেয়েছিলেন এই তরুণ তুর্কি। গেল বছর মুক্তি পাওয়া তার পরিচালিত ‘দামাল’ সিনেমাটি আলোচনায় আসেনি তেমনভাবে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘নিঃশ্বাস’ সিনেমাটি নিয়েও দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেনি।
আবারও নতুন সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন এই নির্মাতা। সিনেমার নাম ‘ফ্রাইডে’। এটিও আসবে ওটিটি প্ল্যাটফর্মে। এতে তমা মির্জাসহ অভিনয় করেছেন আরও অনেকেই।
দর্শকদের প্রত্যাশা, এ সিনেমাটি দিয়ে আবারও হয়তো নিজেকে প্রমাণ করবেন রাফি। কিন্তু রাফিকে নিয়ে প্রত্যাশার বেলুন ফেটে গেল সিনেমার পোস্টার প্রকাশের পরই। সিনেমার পোস্টারের মাধ্যমে নকল বিতর্কে জড়িয়েছেন এই পরিচালক।
সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশের পর তা ভিনদেশি এক সিনেমা ও এক ওয়েব সিরিজের পোস্টারের নকল বলে আলোচনা-সমালোচনা চলছে স্যোশাল মিডিয়ায়।
শোনা যাচ্ছে, ‘ফ্রাইডে’-এর পোস্টারের সঙ্গে মিল পাওয়া গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান সিনেমা ‘প্যারাসাইট’ ও ২০২১ সালে মুক্তি পাওয়া ভারতীয় ওয়েব সিরিজ ‘হাউস অব সিক্রেট’ এর সঙ্গে। এ কারণে অনেকেই ভাবছেন, ‘ফ্রাইডে’ সিনেমার গল্পেও হয়তো নকলের ছাপ থাকতে পারে।
পোস্টার বিতর্ক সম্পর্কে জানতে রায়হান রাফির মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এএম/এসজি