শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ | ২০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খান ছিল এক সময়ের পাওয়ার কাপল। হৃতিক-সুজানের সংসারজীবন ছিল ১৪ বছরের। ১০ বছর আগেই বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। তবে দু’জনের পথচলা ভিন্ন হয়ে গেলেও বন্ধুত্বের সম্পর্কে ভাটা পড়েনি এখনো।

বিচ্ছেদের পর নতুন প্রেমের সম্পর্কে জড়ালেও এখনও বন্ধুত্ব অটুট হৃতিক-সুজানের। দু’জনের জীবনেই এসেছে নতুন মানুষ, তবুও প্রাক্তনের প্রতি অদৃশ্য টান যেন রয়েই গেছে।

 

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

হৃতিক প্রেম করছেন মডেল সাবার সঙ্গে। অন্যদিকে সুজান সম্পর্কে জড়িয়েছেন আরসালানের সাথে। এই চারজনের সম্পর্কের বোঝাপড়া দেখলে ভক্তরাও প্রশ্ন তোলেন, এ-ও সম্ভব? নিজের প্রাক্তন স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালোবাসা কিংবা প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব আদৌ সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন চারজনে।

এমনকি ২০২৪-এর শেষদিনেও পার্টিমুডে দেখা মিলল হৃতিকের। দুবাইতে কাছের মানুষদের নিয়ে ছুটির মৌসুম উপভোগ করছেন বলিউডের জনপ্রিয় এই তারকা। প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান তার প্রেমিক আরসলান গোনি এবং ছেলে হৃদানের সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে অভিনেতাকে।

সোমবার সুজান খান ইনস্টাগ্রামে প্রাক্তন স্বামী হৃতিক, ছেলে হৃদান, আরসালান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে নার্গিস ফাখরি এবং তার চর্চিত প্রেমিক টনি বেগকেও দেখা গেছে। উদয় চোপড়া ও নার্গিস ফাখরিও পাঁচ বছর সম্পর্কে ছিলেন। এই দু’জনকেও সেখানে দেখা গেছে।

 

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

একসঙ্গে প্রেমিক জুটিদের দেখে নেটিজেনরা মন্তব্যে করেছেন, ‘উদয় এবং নার্গিসকে একই ট্রিপে দেখে সবচেয়ে অবাক হয়েছি। প্রাক্তনদের পুনর্মিলন’। হৃতিক-সুজানকে নিয়ে আরেকজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তাদের মধ্যে একটি পরিপক্ক সম্পর্ক রয়েছে। দুই সন্তানের বাবা-মা তারা, সেটা ওদের জন্য মঙ্গল’।

হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। হৃতিকের প্রাক্তন ও বর্তমানের মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব। আদর করে সুজান সাবাকে ‘সাবু’ বলে ডাকেন। ওদিকে সাবা প্রেমিকের প্রাক্তন স্ত্রীকে ‘সুজ’ বলে সম্বোধন করেন।

প্রসঙ্গত, ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। এই দম্পতি ডিসেম্বর ২০১৩-তে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং নভেম্বর ২০১৪-তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন সুজান। ওদিকে সাবা-হৃতিকের সম্পর্কের সূচনা ২০২১ সালে। চারজনেই এখন চুটিয়ে প্রেম করছেন।

Header Ad
Header Ad

‘এটাই লিভারপুলে শেষ মৌসুম’, সালাহর ঘোষণা

মোহামেদ সালাহ। ছবি: সংগৃহীত

লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর চুক্তি নবায়ন নিয়ে মৌসুমের শুরু থেকেই আলোচনা হচ্ছে। সম্প্রতি সালাহ দু'বার জানিয়েছেন, চুক্তির বিষয়ে কোন আপডেট তার কাছে নেই। তবে শীতকালীন দলবদলের বাজারের দরজা খুলতেই মিশরীয় তারকা জানিয়ে দিয়েছেন, এটাই লিভারপুলে তার শেষ মৌসুম।

স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে এমন ঘোষণাই দিয়েছেন চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করা সালাহ। জানিয়েছেন, অ্যানফিল্ড ছাড়ার আগে এবারের লিগ শিরোপা টা খুব করে জিততে চান তিনি।

সালাহ বলেন, 'যেটা সবচেয়ে বেশি চাই তা হলো প্রিমিয়ার লিগ জিততে। পূর্বে কিছু সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স লিগ জেতার কথা বলেছি। কিন্তু এবার লিগটা জিততে চাই। কারণ জানি না। হয়তো পূর্বে সেভাবে উদযাপন করতে পারিনি সেজন্য । আরেকটা কারণ হতে পারে, এটাই আমার ক্লাবের হয়ে শেষ মৌসুম।'

জার্গেন ক্লপ-সালাহ জুটিতে দীর্ঘ ৩০ বছর পর প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। কিন্তু করোনাকাল হওয়ায় ভক্তদের নিয়ে ঠিক অল রেডসময় উদযাপন করতে পারেননি সালাহরা। যে কারণে লিগের শীর্ষে থাকা লিভারপুলের হয়ে শিরোপা উৎসব করতে চান তিনি।

সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি আছে আগামী জুন পর্যন্ত। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তাকে মোটা অঙ্কের বেতনে তিন মৌসুমের জন্য পিএসজি চুক্তি করতে চায় বলে খবর। আবার সালাহ নাকি স্প্যানিশ শিখছেন। রিয়াল-বার্সার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ওদিকে সৌদি রেকর্ড বেতনের প্রস্তাব নিয়ে তো বসে আছেই! কোথায় যাচ্ছেন সালাহ, জানতে জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে জানুয়ারিতেই চুক্তি করে রাখার সুযোগ আছে তার।

Header Ad
Header Ad

এখনও বিয়ে হয়নি, বললেন তাহসান

ছবি: সংগৃহীত

ভোর থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ভাইরাল। ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। এ অবস্থায় বিষয়টি খোলাসা করেছেন তাহসান নিজেই।

শনিবার (৪ জানুয়ারি) সকালে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। জনপ্রিয় এই গায়ক-অভিনেতা বলেন, এখনও বিয়ে হয়নি। এমনকি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ সন্ধ্যায় বিস্তারিত জানাব।

এর আগে, আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই মূলত খবরটি ছড়ায়।

জানা গেছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তাও।

এ ছাড়া প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। পাশাপাশি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

সামাজিকমাধ্যমে রোজার রয়েছে অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও তিনি জনপ্রিয়।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর হঠাৎই তারা সেই সম্পর্কের ইতি টানেন। এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

Header Ad
Header Ad

ইসলামের আলোকেই সংসদ ও দেশ সাজাবো: আজহারী

মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, ‘ইসলামের আলোকে সংসদ ও দেশ সাজাবো। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি এ দেশে হতে দেওয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। অন্য দেশ উন্নয়ন করতে ব্যস্ত, তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত থাকেন। একদল যায়, আরেক দল এসে লুটে খায়।’

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের পুলেরহাট আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন

আজহারী বলেন, ‌‘উগ্রবাদ কিংবা জঙ্গিবাদ নয়, ইসলামের শ্রেষ্ঠত্বের বাণী তুলে ধরতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে উত্তম পন্থায়। প্রযুক্তি ও বিজ্ঞানের সদ্ব্যবহার করে মানুষকে ইসলামের পথে আনতে হবে। ধাপে ধাপে ইসলামকে নিয়ে সংসদ ভবন সাজাবো। একমাত্র ইসলামকে অনুসরণ করেই শান্তি ও কল্যাণ নিশ্চিত করা যাবে। অন্য কোনো পন্থা শুধু অশান্তিই বয়ে আনবে।’

তিনি বলেন, সমাজে হিংসা, বিদ্বেষ ও বিশৃঙ্খলার বিস্তৃতি ঘটেছে। মানুষের কাজে পশুত্বও হার মেনে যায়। ইসরায়েল ফিলিস্তিনে বর্বর হামলা চালাচ্ছে। সভ্যতাকে তারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

জনপ্রিয় এই বক্তা বলেন, বিশ্বে জনসংখ্যা বাড়ছে। কমছে মানুষ। নাক, কান, চোখ-মুখ সবার আছে। কিন্তু সমাজে ভালো মানুষ কমে যাচ্ছে। আল কোরআনের আলোকে জীবন গঠন করে উন্নত ও সুন্দর মানুষ হতে হবে।

তাফসির পেশকালে আজহারী বলেন, আল্লাহ তায়ালা মানবজাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। মহাবিশ্বের সব সৃষ্টির জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। জলে-স্থলে মানুষের বাহন দিয়েছেন। আকাশ এবং জমিনে যা কিছু আছে, সবই মানুষের কল্যাণে দেওয়া হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

এর আগে, বাদ মাগরিব তাফসির পেশ করেন আরেক ইসলামি স্কলার ও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মাহফিলে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনও বক্তৃতা করেন।

প্রসঙ্গত, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা। আর শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শায়খ আহমাদুল্লাহ ও বাদ এশা আলোচনা করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘এটাই লিভারপুলে শেষ মৌসুম’, সালাহর ঘোষণা
এখনও বিয়ে হয়নি, বললেন তাহসান
ইসলামের আলোকেই সংসদ ও দেশ সাজাবো: আজহারী
নতুন বিতর্কে টিউলিপ, বিনামূল্যে আ.লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস!
প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন ৫০ বিচারক
বাংলাদেশ চা বোর্ডে একাধিক পদে চাকরির সুযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে সর্বশেষ যা জানালো ভারত
ভিনির লাল কার্ড আর বেলিংহামের পেনাল্টি মিস, তবুও জিতল রিয়াল
অবশেষে ‘চাঁদের আলো’ খুঁজে পেয়েছেন তাহসান, পাত্রী কে?
পঞ্চগড়ে বইছে মৃদু শৈতপ্রবাহ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
এবার প্রশিক্ষণরত ২২ কনস্টেবলকে অব্যাহতি
বেনাপোল বন্দর থেকে বিপুল পরিমাণ সার্জিক্যাল ও ঔষধ সামগ্রী জব্দ
ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনা আর নেই
গাবতলীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় হার
সাকিবকে ফেরাতে শেষ চেষ্টা করবে বিসিবি  
৬টি সংস্কার কমিশনের মেয়াদ বাড়াল অন্তর্বর্তী সরকার
বগুড়ায় প্রতি কেজি ফুলকপি ২ টাকা! বিপাকে কৃষক  
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত