এবারের ফিল্মফেয়ারে তরুণদের জয়
ফিল্মফেয়ার পুরস্কার মানেই বলিউড তারকাদের কাছে অনন্য এক সময়। এবার এই পুরস্কারে বলিউডের তরুণ অভিনেতা-অভিনেত্রীদের জয়, জয়কার।
এ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে রণবীর সিং সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। কপিল দেবের স্বর্ণ সময়ের খেলার জীবন নিয়ে বানানো ছবি-‘৮৩’ এর জন্য পুরস্কারটি পেয়েছেন এ তারকা। তিনি কপিলের চরিত্র করেছেন।
‘মিমি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন কৃতি শ্যানন। তার অভিনয় সিনেমাটি মুক্তির পর থেকেই সবার কাছে প্রশংসা কুড়িয়েছে।
ভিকি কুশল ‘সর্দার উত্তম সিং’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা সমালোচক পুরস্কার জিতেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি পরিচিত নাম সর্দার উত্তম সিং। তাকে ডাকা হতো ‘শহীদ-ই-আজম সর্দার উত্তম সিং’। মারা যাবার বহু বছর পর ভারতের দলিত নেত্রী মায়াবতীর সরকার উত্তরখন্ড প্রদেশে তার নামে একটি শহর গড়ে তুলেছেন ‘উত্তম সিং নগর’, ১৯৯৫ সালের অক্টোবরে। এই সিনেমা পুরস্কার প্রদান অ্যামাজন প্রাইমের জন্যও একটি বড় রাত ছিল। বর্ণময় সময় ছিল। সর্দার উত্তম সিং প্রযোজনা করেছেন তারা।
‘শিরনি’ ছবির জন্য সমালোচকদের বিচারে ফিল্মফেয়ার জিতেছেন তারকা অভিনেত্রী বিদ্যা বালান। একজন নারী বন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার কাঁধে এসে পড়ে একটি মানুষখেকো হয়ে যাওয়া রয়েল বেঙ্গল টাইগারকে জাল ফেলে বাঁধা ও নারী বাঘিনীটিকে বন্দী করা। একটি গন্ডগ্রামে। এরপর এই নারী বন কর্মকর্তার আরেকটি নারী বাঘিনীকে বন্দী করার শত্রুতা, বৈরি মনোভাব ও সংগ্রামের কাহিনী এই ছবি।
‘শেরশাহ’ ছবির জন্য তামিল পরিচালক বিষ্ণুবর্ধন জয় করেছেন ফিল্মফেয়ারের সেরা পরিচালকের পুরস্কার।
সেরা পুরুষ সহ-অভিনেতার পুরস্কার জয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি তার ‘মিমি’ ছবিতে অনবদ্য অভিনয়ে। গেল বছর মুক্তি পাওয়া সিনেমাটি হিন্দি ভাষার একটি কমেডি বা কৌতুক ছবি। ছবিটি মারাঠি ‘মালা আই হাইচি!’ নামের ২০১১ সালের সিনেমার রিমেক। এই সিনেমারও নায়িকা কৃতি শ্যানন। রাজস্থান রাজ্যে শুটিং করা হয়েছে। এর আগেও পঙ্কজ ফিল্মফেয়ার জয় করেছেন। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড), স্ক্রিন প্লে ও আইফা অ্যাওয়ার্ড।
সেরা নারী সহ-অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন সাই তামানকার। ৩৬ বছরের এই অভিনেত্রী মহারাষ্ট্রের। তিনি তার মাতৃভাষা মারাঠি, হিন্দি, তামিল ও মালায়ালাম ভাষার ছবিতে অভিনয় করেছেন। এবার তাকে সারা দেশের প্রধান-হিন্দি ভাষার ফিল্ম ফেয়ার এনে দিয়েছে ‘মিমি’।
সেরা গল্প হয়েছে ‘চান্দিগর কারে আশেকি’। এই ছবির ত্রয়ী চিত্রনাট্যকার পরিচালক অভিষেক কাপুর, সুপত্রিক সেন ও তুষার পারাঞ্জাপে জয় করেছেন ফিল্মফেয়ারের এবারের বেস্ট স্টোরি পুরস্কারটি। তাদের ছবিটি রোমান্টিক, কৌতুকের গল্প।
সেরা সংলাপ অ্যাওয়ার্ড জয় করেছে ‘সন্দীপ আউর পিঙ্কি ফারার’ ছবিটি। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কারটি যৌথভাবে লাভ করেছেন দীপঙ্কর ব্যানার্জি ও বরুণ গ্রোভার।
সেরা স্ক্রিন প্লে হয়েছে ‘সর্দার উত্তম সিং’। জয় করেছেন লেখক শুভেন্দু ভট্টাচার্য্য ও রিতেশ শাহ।
সেরা সত্যিকারের কাহিনী বা ‘বেস্ট অরিজিনাল স্টোরি’ হয়েছে ‘চান্দিগর কারে আশেকি’।
সেরা নতুন অভিনেতা হয়েছেন ইমরান ভাট। তিনি ‘৯৯ সংগস’ নামের ছবিটির মাধ্যমে এবার যাত্রা করলেন। তিনি কিংবদন্তী অভিনয় গুরু বার্নান্ড হিলারের কাছে তার লস অ্যাঞ্জেলসের বার্নান্ড হিলার অ্যাকটিং স্টুডিওতে অভিনয় শিখেছেন। ২০১৫ সালে এ. আর. রহমানের ৯৯ সংগস ছবির জন্য অডিশন দিয়েছেন ও পরীক্ষায় নির্বাচিত হয়েছেন।
‘বান্টি আউর ভাবি ২’ সিনেমার নায়িকা হয়েছেন শর্বরী ওয়াগ। তিনি মোটে ২৬। শর্বরী নামে খ্যাত এই মেয়েটি সহকারী পরিচালক হিসেবে হিন্দি ছবিতে তার ক্যারিয়ার শুরু করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিও’র মাধ্যমে অভিনয় শুরু করেছেন। যশরাজ ফিল্মসের সিক্যুয়েল বান্টি আউর ভাবি’র দ্বিতীয় কিস্তি, আদিত্য চোপড়ার প্রযোজনা ও যশরাজ ফিল্মসের ব্যানারে সাইফ আলী খান, রাণী মুখার্জির সঙ্গে অভিনয় অভিনয় করেছেন।
সেরা নতুন পরিচালক হয়েছেন সীমা পাহওয়া। তার ছবিটির নাম হলো ‘রামপ্রসাদ কি তেরভি’।
ছবি : ১. ফিল্মফেয়ার জয় করা আত্মজৈবনিক তিনটি সিনেমা-সর্দার উত্তম সিং, শেরশাহ ও ৮৩।