বন্দুক নিয়ে ঘুরবেন সালমান খান!
বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এজন্য নিজের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কায় ভাইজান।
জুলাই মাসে মুম্বাই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন সালমান খান।
এবার বন্দুক রাখার লাইসেন্স দেওয়া হল ভাইজানকে। সোমবার (১ আগস্ট) মুম্বাই পুলিশ জানিয়েছে, এক মাস আগেই নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন সালমান। সম্প্রতিই সেই অনুমতি দেওয়া হয়েছে তাকে। গত মে মাসে পঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালাকে হত্যার পর সালমানও খুনের হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করেছিলেন। তার জেরেই এই অভিনেতাকে বন্দুক রাখার অনুমোদন দেওয়া হল। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সূত্রের খবরে জানিয়েছে, জুলাইয়ের শেষে মুম্বাই পুলিশের সদর দপ্তরে গিয়েছিলেন সালমান। সেখানে তিনি পুলিশের শীর্ষ কর্মকর্তা বিবেক ফানসালকারের সঙ্গে দেখা করেন।
বিবেককে তিনি বলেছিলেন, আত্মরক্ষার্থে নিজের কাছে একটি বন্দুক রাখতে চান। এমনকি, ওই বন্দুক থাকলে তিনি তার পরিবারকে রক্ষা করতে পারবেন বলেও জানিয়েছিলেন সালমান।
মুম্বাই পুলিশ সূত্রে খবর, পুলিশের সদর দপ্তরে সালমানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হয়, যা বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য বাধ্যতামূলক। তার পরই সোমবার মুম্বাই পুলিশের তরফে জানানো হয়, অভিনেতাকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিপত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৯ মে পঞ্জাবের জনপ্রিয় গায়ক মুসেওয়ালাকে হত্যার পর লরেন্স বিষ্ণোই সালমানকেও খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ ছিল।
এএম/এমএমএ/