গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ, মৃতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়াল

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংকটের মাঝে ধ্বংসস্তূপের নিচে আরও ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৩০০-এ দাঁড়িয়েছে।
এই প্রাণহানির ঘটনা আরও উদ্বেগজনক হয়ে উঠেছে, কারণ যুদ্ধবিরতির পরও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও বহু মানুষের মৃতদেহ উদ্ধার করছেন।
গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ধ্বংসস্তূপের নিচে মানুষের লাশ বের করা এখনো চলছে। এই পরিস্থিতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার ফলে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৭৪৯-এ পৌঁছেছে। গাজার বেশিরভাগ এলাকা এখনো ধ্বংসস্তূপে পূর্ণ, এবং অনেক মানুষ এখনও রাস্তায় পড়ে রয়েছে বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
জাতিসংঘের মতে, গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এই পরিস্থিতিতে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী শান্তির প্রয়োজনীয়তা তীব্র হয়ে উঠেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং এই আক্রমণ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিরোধ এবং উদ্বেগ বেড়ে চলেছে।
