ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত
২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে। তবে, মাদরাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়গুলোর জন্য এবং দশম শ্রেণির মূল্যায়ন আগের ধারাবাহিকতায় চলবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এই নির্দেশনা প্রদান করেছে।
এতে উল্লেখ করা হয়েছে, এনসিটিবি থেকে প্রাপ্ত চিঠির ভিত্তিতে, বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ ও বিষয়ভিত্তিক নির্দেশনায় সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।
সম্প্রতি কয়েক মাসের পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে কার্যক্রম বিঘ্নিত হওয়ায় এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ের মধ্যে পুরো পাঠ্যসূচি শেষ করা সম্ভব হবে না বলে অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী বার্ষিক পরীক্ষার আগে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে, তার ভিত্তিতে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিতে পারবে।
তবে, পূর্বের এক চিঠিতে প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন করে পরীক্ষা গ্রহণের চেষ্টা করেন। সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।