বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

এসএসসির নতুন রুটিন প্রকাশ, পেছাল গণিত পরীক্ষা

ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ এক দিন পেছানো হয়েছে। পূর্বঘোষিত ২০ এপ্রিলের পরিবর্তে এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে। পূর্বে ইস্টার সানডের ছুটির দিনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা নিয়ে নানা আলোচনার পর বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল থেকে এবং শেষ হবে ১৩ মে।

পরীক্ষার সময়সূচি:

- শুরু: বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে।
- শেষ: বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে।
- সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
- ব্যবহারিক পরীক্ষা: ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

নতুন রুটিন প্রকাশের ফলে পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি পরিকল্পনা পুনর্গঠন করতে পারবে।

Header Ad
Header Ad

আগামী বাজেটে সিগারেটে কর বাড়বে না: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছেন যে আসন্ন বাজেটে সিগারেটের উপর নতুন কোনো কর আরোপ করা হবে না। আজ সকালে জাতীয় রাজস্ব বোর্ডে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা জানান তিনি।

মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ জানিয়েছে, সিম কার্ডের উপর আরোপিত ৩০০ টাকা করের কারণে তাদের গ্রাহক সংখ্যা এক কোটি কমে গেছে। তারা এই কর প্রত্যাহারের পাশাপাশি মোবাইল খাতে বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক ট্যাক্স এবং এক শতাংশ চার্জ পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানিয়েছে।

অন্যদিকে, সিগারেট উৎপাদনকারীদের সংগঠন এনসিএমএ ধীরে ধীরে সিগারেট খাতে কর আরোপের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, অতিরিক্ত কর আরোপ করলে দেশে চোরাই সিগারেটের সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এনবিআর চেয়ারম্যান সিগারেট খাতে নকল বিড়ির সরবরাহ বন্ধ করার বিষয়ে সতর্ক করে বলেন, সবচেয়ে কম দামি সিগারেটের দাম আট টাকা রাখা লাভজনক নয়, বরং এটি ১০ টাকা করা উচিত। তিনি আরও বলেন, "মানুষ খাবে ১০ টাকা দিয়ে, না হলে ছেড়ে দিবে। রেভিনিউ নিয়ে চিন্তা করার আগে মানুষের জীবন রক্ষা করা জরুরি।"

এই আলোচনা থেকে বোঝা যায়, সিগারেট খাতে কর বৃদ্ধির পরিবর্তে মূলত নকল সিগারেট ও বিড়ির সরবরাহ বন্ধের দিকে গুরুত্ব দিচ্ছে এনবিআর।

Header Ad
Header Ad

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন।

রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে ২০ ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে।

পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

Header Ad
Header Ad

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে যে কোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ অনুযায়ী, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের উদ্দেশ্যে প্রতি বছর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচ. এম. খালিদ ইফতেখার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সামুদ্রিক জলসীমায় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সব ধরনের মৎস্য নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার মাধ্যমে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আগামী বাজেটে সিগারেটে কর বাড়বে না: এনবিআর চেয়ারম্যান
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত
সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা
জিন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা
ঘুষ ছাড়া ফাইল ধরেন না নওগাঁ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী!
যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক
৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার সেই প্রকৌশলীকে বরখাস্ত
মহাকাশে আটকে পড়া ৯ মাসে কী খেতেন সুনিতারা!
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা
মাদরাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা
স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ
হামজাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন স্ত্রী অলিভিয়া (ভিডিও)
এসএসসির নতুন রুটিন প্রকাশ, পেছাল গণিত পরীক্ষা
এশিয়ান কাপে বাংলাদেশের সব ম্যাচ খেলবেন হামজা চৌধুরী
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
ঈদযাত্রার দিন থেকে কর্মবিরতির হুমকি রেলওয়ের গেটকিপারদের
রোজা রেখেই স্পেনের হয়ে খেলবেন লামিনে ইয়ামাল
‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
বাদুড়ের শরীরে মিলল নতুন ভাইরাস, ঝুঁকি এখনও অজানা
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল