বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

এলপিজির দাম কমল ৮৫ টাকা

ছবি : সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। বাড়ানোর এক মাসের মাথায় এই দাম কমানো হলো।

খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৮৫ টাকা কমিয়েছে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেয়। এর ফলে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম এক হাজার ২২৮ টাকা হলো। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

গত ৪ নভেম্বর ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতিকেজি ৯৫ দশমিক ৯১ টাকা এবং মূসকসহ মূল্য প্রতিকেজি ১০২ দশমিক ৩২ টাকা সমন্বয় করা হয়েছে।

 

আরইউ/এমএমএ/

 

Header Ad
Header Ad

‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের আগ্রাসনে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের প্রতিবাদে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সরব হন দুই কর্মী—ইবতিহাল আবুসাদ ও বানিয়া আগারওয়াল। এ ঘটনার পর তাদের বরখাস্ত করেছে মাইক্রোসফট।

গত ৪ মার্চ ওয়াশিংটনে মাইক্রোসফটের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমানের বক্তব্য চলাকালে ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ মঞ্চে উঠে যান। তিনি ফিলিস্তিনে গণহত্যায় মাইক্রোসফটের প্রযুক্তিগত সহযোগিতার অভিযোগ তুলে সরব হন এবং প্রতীকীভাবে ফিলিস্তিনের কিফায়া ছুড়ে মঞ্চে প্রতিবাদ জানান।

অনুষ্ঠানের অন্য পর্বে বিল গেটস, স্টিভ বালমার ও সত্য নাদেলা মঞ্চে অবস্থান করছিলেন। সে সময় বানিয়া আগারওয়াল নামের অপর কর্মী তাদের ‘ভণ্ড’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এবং পরে চাকরি ছাড়ার ঘোষণা দেন।

ঘটনার পর মাইক্রোসফট বাক্‌স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানালেও কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন জানিয়েছে, ওই দুই কর্মীকেই বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের চিঠিতে একজনকে অনুষ্ঠান ব্যাহত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং অন্যজনকে নির্ধারিত সময়ের আগেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে এপির এক অনুসন্ধানে প্রকাশ পায়, গাজা ও লেবাননে বোমা হামলার লক্ষ্য নির্ধারণে ইসরায়েলি সেনাবাহিনীকে এআই প্রযুক্তি সরবরাহ করছে মাইক্রোসফট।

Header Ad
Header Ad

বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ বুধবার (৯ এপ্রিল)।

সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারের উদ্বোধন করবেন। একই সঙ্গে আয়োজিত ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলায় তিনি তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আরলি স্টেজ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করবেন।

সম্মেলনের দ্বিতীয় ধাপে নবায়নযোগ্য জ্বালানি (রিনিউয়েবল এনার্জি) বিষয়ক আলোচনায় অংশ নেবেন উপদেষ্টা। পাশাপাশি বেশ কিছু কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। বিনিয়োগের প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তিগুলো সম্পাদিত হবে।

বিজনেস সামিটের প্রথম দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

Header Ad
Header Ad

হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যামামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে আটক করা হয়।

এছাড়া, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছিল।

অভিনেত্রী শমী কায়সার ২০২৩ সালের আগস্ট মাসে ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর ১৪ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার চলচ্চিত্র জগতে তার অনবদ্য অবদানের জন্য পরিচিত।

শমী কায়সারের জন্ম ১৯৭০ সালে, এবং তার বাবা শহীদুল্লাহ কায়সার ও মা পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। তিনি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন, ফলে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদ করে বরখাস্ত দুই কর্মী
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সংস্কার সুপারিশে ত্রিমুখী অবস্থানে বিএনপি-জামায়াত-এনসিপির
অপহরণ নাটক সাজিয়ে চাঁদা দাবি, সাভারের মা-মেয়ে গ্রেফতার
গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত আরও ২৬ ফিলিস্তিনি
যেসব অঞ্চলে ঝড়ের আভাস ও সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর
নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জনের মৃত্যু
সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু
বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত
এফডিসিকে পূর্ণাঙ্গ ফিল্ম সিটি বানানো হবে: উপদেষ্টা মাহফুজ আলম
গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ