তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম
নৃত্যকে বলা হয় প্রাকৃতিক ছন্দের শাশ্বত স্পন্দন। নৃত্যের মাধ্যমে শরীর হয় প্রফুল্ল, ছন্দ পায় ভাষা, আত্মা হয় পরিশুদ্ধ, মন হয় পবিত্র, সংগীত হয় আরও প্রানবন্ত। নৃত্য হয় প্রতিবাদের ভাষা, নৃত্য হয় অব্যক্ত কথামালার উপস্থাপন, নৃত্য হয় এক নবজাগরন, নৃত্য আনে এক নতুন সম্ভাবনার আগমন…
বরিশাল জেলার শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী দেবোস্মিতা সমদ্দার স্বপ্ন দেখে নৃত্য দিয়েই বিশ্ব জয় করার। ২০১৪ সালের ২৫ মার্চ তারিখে জম্ম নেওয়া দেবোস্মিতার বাবা দীপক সমদ্দার এবং মা শুভ্রা রানী চক্রবর্তী দুজনেই বেসরকারি সংস্থার কর্মকর্তা হিসেবে কর্মরত। ছোট্ট দেবোস্মিতার নৃত্যের হাতে খড়ি দক্ষিণবঙ্গের প্রথিতযশা নৃত্য একাডেমি ‘নৃত্যাঙ্গন’ এবং তার কর্ণধার প্রখ্যাত নৃত্য কারিগর শ্রদ্ধেয় জনাব মুরাদ জামান খানের নিবিড় পরিচর্যায়। মনিপুরী নৃত্যে জাতীয় শিশু পুরস্কার-২০২১, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিশু একাডেমির তালিকাভুক্ত শিশু নৃত্যশিল্পী, ATN Bangla ‘আগামীর তারকা’ আয়োজনের অন্যতম একজন Contestant, ভারতের পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ সংস্কৃত অধ্যয়ন কেন্দ্র মঙলদৈব আয়োজিত অনলাইন নৃত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ এর ৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ক্ষুদে নৃত্যশিল্পী, BoiBook এর ‘The Great Grand Event 2022’ Dancing Champion, 1st Spring of Culture Dancing Segment Runner up সহ আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের আরও অসংখ্য পুরস্কার দেবোস্মিতার ঝুলিতে মাত্র ৯ বছর বয়সেই!!!
তার নৃত্যের ছন্দে মুগ্ধ হয়ে তার শিক্ষাপ্রতিষ্ঠান এবং তার নৃত্য একাডেমি সংশ্লিষ্ট সবাই তাকে ‘নৃত্যের রাজকুমারী’ তকমা দিয়ে স্নেহমিশ্রিত সম্মান প্রদর্শন করেছে। দেবোস্মিতা একদিন তার নাচ দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরবে এই শুভকামনা ও প্রার্থনা।
ডিএসএস/