সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কারা, কীভাবে বানালেন পিনোকিও’র পাপেটগুলো

‘পিনোকিও’ নামের বিখ্যাত সিনেমাটি এবার অস্কার জয় করেছে অ্যানিমেশনে। গিয়েরমো দেল তোরোকে এনে দিয়েছে জীবনের তৃতীয় অস্কার। এই পাপেটগুলো তৈরি করে দিয়েছেন ব্রিটেনের একদল পাপেটিয়ার। তাদের কাহিনী ও কিভাবে তৈরি করেছেন, বিশেষত্ব কী লিখেছেন ওমর শাহেদ

ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের পাপেট মাস্টাররাই তৈরি করে দিয়েছেন গিয়েরমো দেল তোরোর পাপেটগুলো। যেগুলো তার ‘পিনোকিও’ নামের বিশ্বখ্যাত উপন্যাসটির সিনেমার চরিত্রগুলোতে অভিনয় করেছে এবং হাজার, হাজার দর্শকদের মন জয় করে অস্কারও জিতে নিয়েছে। তাদের বসবাস অলট্রিনামে। তারা ম্যাককিনন অ্যান্ড স্যান্ডার্স। হলিউডের পরিচালককে নিয়ে নেটফ্লিক্স স্টপ মোশন অ্যানিমেশনের হয়ে কাজ করেছেন। তাদের ‘পিনোকিও’ সেরা অ্যানিমেশন ছবির অস্কারটি পেয়েছে। এর আগে বাফটা এবং গোল্ডেন গ্লোবের পুরস্কারগুলোও নিয়ে এসেছে।

‘পিনোকিও’ হলো বিশ্বের প্রথম পাপেট ছবি যেটি তৈরি করতে থ্রিডি স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। মেইড স্মার্টারের নর্থ ওয়েস্ট অ্যাডপশন প্রগ্রামের মাধ্যমে এই আবিস্কার করা সম্ভব হয়েছে। এই প্রকল্পটি সরকারী অনুদানে পরিচালিত হয়। সাহায্য করেছে ক্ষুদ্র ও কুটির শিল্পীদের ডিজিটালাইজ কার্যক্রমগুলো। প্রকল্পটিতে নতুন প্রযুক্তি ও মেধা এবং দক্ষতাগুলো ব্যবহার করা হয়েছে। সাহায্যগুলো লাভ করার ফলে ম্যাককিনন ও স্যান্ডার্স খুব ভালোভাবে তাদের কাজগুলো করতে পেরেছেন। তারা তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও লাভ করেছেন। একেবারেই নতুন ও ব্যান্ডের থ্রিডি প্রযুক্তিগুলো লেজার প্রটোটাইপ ইউরোপকে নিয়ে তৈরি করেছেন। সেগুলোর বারবার অনুশীলন করেছেন।

ম্যাককিনন অ্যান্ড স্যান্ডর্সের সহ-প্রতিষ্ঠাতা পিটার স্যান্ডাস বলেছেন, ‘এত বেশি দেখা ও ভালোবাসা এবং দারুণ সফল ছবিটিতে পাপেটগুলো নির্মাণ অংশে কাজ করতে পেরে আমরা প্রবল উত্তেজনা বোধ করেছি। সবশেষে এটির মানে হলো এই, আমাদের দলের ভুবনটি একটি অস্কার জয়ী ছবিতে কাজ করেছে। এখানে টেস্ট করা হয়েছে আরো স্মাটভাবে তৈরি করার প্রকল্পের মাধ্যমে কী, কী লাভ ও সম্পন্ন করা যায়। যারা আমাদের এমন মূল্যবান প্রযুক্তিগত সাহায্য এবং অভিযানের সুবিধাগুলো প্রদান করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা ইতিহাস বদলে দেওয়া প্রযুক্তিগত উন্নয়ন করেছি। তাদের সবার সাহায্যেই আমাদের এই কাজের মাধ্যমে আগামী অস্কারজয়ী প্রযোজনাগুলোতে মনোযোগ দিয়ে কাজ করার বিরাট মানসিক শক্তি প্রদান করেছে।’

তাদের কোম্পানিটি পাপেটিয়ার পিটার স্যান্ডার্স ও ইয়ান ম্যাককিনের হাত ধরে ৩০ বছর আগে তৈরি হয়েছে। এই বিখ্যাত কোম্পানিটি শিশুদের সবচেয়ে প্রিয় টিভি চরিত্রগুলোর অন্যতম ‘বব দ্যা বিল্ডার’, ‘পোস্টম্যান প্যাট’ ও ‘দ্যা নিউ ক্ল্যাঞ্জারস’র পাপেটগুলো তৈরি করার ইতিহাসের স্বাক্ষী। এবারের অস্কার জয়ের আগে তাদের প্রতিষ্ঠানটি হলিউডের পরিচালক টিম বারটনের সঙ্গে তার ‘মাস অ্যাটাকস’ ছবিতে কাজ করেছে। তারা ২০১২ সালের থ্রিডি অ্যানিমেটেড সায়েন্স ফিকশন হরর কমেডি সিনেমা ‘ফ্রাঙ্কেনউইনি’তে কাজ করেছেন। ছবিটি স্যাটার্ন অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যানিমেটেড ফিল্মের পুরস্কারটি জয় করেছে। তারা ২০০৫ সালে টিম বারটনের ‘ক্রপস ব্রাইড’ ছবিতেও কাজ করেছেন। বারটনের প্রথম এই স্টপ মোশন ছবিটি ওয়ার্নার ব্রস পিকচার্স পরিবেশন করেছে। টেকনিক্যাল অ্যাচিভমেন্ট শাখায় অ্যানি অ্যাওয়ার্ড জয়ী সিনেমা হয়েছে। আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে তারা তার ‘ফ্যানটাসটিক মি.ফক্স’ ছবিতে কাজ করেছেন। সেটি ২০০৪ সালের ঘটনা।


স্যান্ডার্স বলেছেন, “থ্রিডি প্রিন্টিংয়ের ক্ষেত্রগুলোতে এতগুলো বছরে আমরা বিপুল পরিমাণ জ্ঞানের জন্ম দিয়েছি ও অনেক কিছু আবিস্কার করেছি। সেগুলোর সবই এই ‘পিনোকিও’ ছবিতে আছে। আমাদের জন্য ‘মেইড স্মার্টার’ প্রকল্পটি একেবারে ঠিক সময়ে এসেছিল। আমাদের ফান্ড যোগাড় হয়ে দিয়েছে এই প্রকল্পটিই। মেটাল প্রিন্টিং মেশিনগুলোতে আমাদের সর্বশেষ উন্নয়নগুলো পরীক্ষা করার সুযোগটিও এসেছে। আমাদের লেজার প্রটোটাইপ ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব সত্যিকারভাবে সবাইকে বুঝতে স্বক্ষম করেছে যে, আমরা কিসের জন্য সংগ্রাম করছিলাম ও একটি চলমান পাপেট তৈরি করতে তাদের মেশিনগুলো সর্বোচ্চটি লাভ করতে সাহায্য করেছে। আমরা এই কাজগুলো মেটাল পেইনটিংয়ের ওপর কাজ করেও করেছি।”

“যে অ্যানিমেটররা পিনোকিও’র পাপেটগুলো ব্যবহার করেছেন তারা এর ফলাফলগুলোতে খুবই খুশি হয়েছেন। আর এটি ছিল খুবই আনন্দিত পাপেট ছবি।” তিনি আরো জানিয়েছেন, ‘আমাদের মেধাবীদের এই দলটিতে ১শ বেশি উদ্ভাবনীশক্তিসম্পন্ন এবং যোগ্যতাসম্পন্ন মানুষরা কাজ করেছেন। তবে সবাইকে খেয়াল রাখতে হয়েছে যে, আমরা একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক শিল্পবাজারে কাজ করছি। আমরা আমাদের সিনেমা শত্রুদের কাছে মাছের পোনার মতোই ছিলাম। ফলে পিনোকিওতে আমরা যা কিছুই লাভ করেছি, সেগুলোর কোনোটিই এই মেইড স্মার্টার প্রকল্পটি ছাড়া লাভ করতে পারতাম না। এই খেলায় আমাদের সামনে এগিয়ে দিতে সত্যিকারভাবে সাহায্য করেছেন তারা।’
‘দ্যা নথ ওয়েস্ট অ্যাডাপশন প্রোগ্রাম’র পরিচালক ডোনা এডওয়ার্ডস ‘পিনোকিও’র অস্কার জয়ের পর বলেছেন, ‘আমি পিনোকিওকে এমন একটি সাফল্যের জন্য তৈরি করতে নিজেদের ভূমিকার জন্য ম্যাককিনন অ্যান্ড স্যান্ডার্সকে অভিনন্দন জানাই। তাদের কোম্পানিটির প্রযুক্তিকে সঠিকভাবে আত্মীকরণের জন্য আচরণ ও কর্মপ্রক্রিয়া মেইড স্মার্টারের মূল্যাবোধের সঙ্গে পুরোপুরিভাবে উপযোগী ছিল ও গতিবেগ সম্পন্ন ছিল। আমি আরো খুশি যে, তারা আমাদের দক্ষতা ও বিনিয়োগকে পুরোপুরি গ্রহণ করতে পেরেছেন ও এগুলোর মাধ্যমে নিজেদের তারা বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছেন। আমি যেকোনো নর্থ ওয়েস্ট পাপেট প্রস্তুতকারকে উৎসাহিত করছি, যারা প্রযুক্তিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে ভয় পাচ্ছেন। এভাবে তারা প্রযুক্তির মাধ্যমে তাদের ব্যবসাগুলোকে আরো কার্যকরভাবে করতে পারবেন ও সামনের দিকে এগিয়ে যাবেন। নিজেদের ব্যবসাকে তারা প্রযুক্তির মাধ্যমে টেকসইও করতে পারবেন। এজন্য তাদের মেইড স্মার্টার দলের সঙ্গে যুক্ত থাকতে হবে।’

 

ওএসএফ/ ডিএসএস

Header Ad
Header Ad

রংপুরের কাছে বড় হারে শুরু শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের

ছবি: সংগৃহীত

প্রথমবার বিপিএলে দল কিনে অংশ নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার দল ঢাকা ক্যাপিটালসের যাত্রা শুরুটা হতাশাজনক হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৪০ রানের বড় ব্যবধানে হেরে গেছে থিসারা পেরেরার নেতৃত্বাধীন দলটি।

১৯২ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লিটন দাস ও তানজিদ হাসান তামিম দুর্দান্ত শুরু করেন। উদ্বোধনী জুটিতে ৪৫ বলে ৬৫ রান তোলেন তারা। তবে শেখ মেহেদীর ঘূর্ণিতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ৬৫/০ থেকে ৭৫/৪-এ পরিণত হয় দলটি।

ঢাকার পক্ষে লিটন দাস ২৭ বলে ৩১ এবং তানজিদ তামিম ২১ বলে ৩০ রান করেন। তবে মিডল অর্ডার ধসের পর থিসারা পেরেরা (৮ বলে ১৭), মুকিদুল ইসলাম (১১ বলে ১৮), এবং নাজমুল অপু (১৬ বলে ১২) কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস।

রংপুরের পক্ষে শেখ মেহেদী ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন, আর খুশদিল শাহ শিকার করেন ২ উইকেট।

এর আগে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাটিংয়ে নেমে রংপুরের স্টিভেন টেলর (৭ বলে ১৪) ও অ্যালেক্স হেলস (৬ বলে ৫) দ্রুত আউট হলেও সাইফ হাসান (৩৩ বলে ৪০) এবং পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদের (৩৮ বলে ৪৯) দুর্দান্ত জুটিতে ৬৫ বলে ৮৯ রান তোলে রংপুর।

শেষদিকে খুশদিল শাহর ২৩ বলে অপরাজিত ৪৩ রানে ভর করে রংপুর ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। নুরুল হাসান সোহানও ১১ বলে ২৫ রান করেন। ঢাকার পক্ষে আলাউদ্দীন বাবু ৪৩ রানে ৩ উইকেট এবং মুকিদুল ইসলাম ২৭ রানে ২ উইকেট নেন।

এই হার দিয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপিএল যাত্রা শুরু হলেও তাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে ঘুরে দাঁড়ানোর।

Header Ad
Header Ad

দেশে একটা ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, দেশে গভীর ষড়যন্ত্র চলছে, যা থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে সতর্ক হতে হবে। তিনি বলেন, বিএনপিই পারে দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে।

সোমবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সমাবেশে ‘গণহত্যাকারী খুনি হাসিনা’ ও তার দোসরদের অরাজকতা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদ জানানো হয়।

দুদু বলেন, নির্বাচন গণতন্ত্রের জন্য অপরিহার্য। কিন্তু কোনো মহল নির্বাচনের পথ রুদ্ধ করে ভিন্ন পথে দেশ পরিচালনা করতে চায়। বিশেষ কোনো উদ্দেশ্যে দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টার বিরুদ্ধে বিএনপির আপত্তি রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি দেখে মনে হয়, দেশে কার্যকর কোনো সরকার নেই। সরকারের দুর্বলতা দেশের অরাজক পরিস্থিতি তৈরি করেছে।

শেখ মুজিবুর রহমানের পরিবারকে আক্রমণ করে তিনি বলেন, তাদের আমলে গণতন্ত্র ধ্বংস হয়েছে, দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে এবং বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। পরিবারের সদস্যদের বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে তিনি বলেন, এ পরিবার মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে।

ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে দুদু বলেন, শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতিবাজ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও অরাজকতা থেকে মুক্ত করবে।

দুদু আরও বলেন, বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সেটি এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা আবার দেখা দিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান এবং কৃষক দলের নেতা এসকে সাদীসহ অন্যান্য নেতারা।

Header Ad
Header Ad

নওগাঁয় সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) নওগাঁ সদর ও বদলগাছি উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের আলমের ছেলে পারভেস (২৮) ও বদলগাছীর পালশা গ্রামের রিপন (২৭)।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী ঢাকাপ্রকাশকে বলেন, ‘আজ বিকালে নওগাঁ সদর উপজেলার কাঠালতলী মোড় থেকে রানীনগর যাওয়ার রাস্তায় হিন্দু পাড়া মোড়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।’

তিনি আরোও বলেন, ‘স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। পিকআপ চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পলাতক আছে।’

অপর দিকে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, সোমবার দুপুরের দিকে উপজেলার বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়া এলাকায় ট্রলি এবং ছোট পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রংপুরের কাছে বড় হারে শুরু শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
দেশে একটা ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু
নওগাঁয় সড়কে ঝরল ২ যুবকের প্রাণ
১২ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ
এক কেজি ফুলকপির দাম ১ টাকা! কৃষকের মাথায় হাত
মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্বার রাজশাহীকে হারাল ফরচুন বরিশাল
ফেনীতে মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো ‘আ. লীগ আবার ফিরবে জয় বাংলা’
আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে: ডা. শফিকুর রহমান  
চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন
মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর সচিবালয়ে সাংবাদিক প্রবেশ  
২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলা-বাণিজ্য; পুলিশ থেকে ঘুষ নিচ্ছে পুলিশ
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ
খালি পেটে লবঙ্গ খেলে কী হয়? জানলে অবাক হবেন আপনিও
এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ২৫ জন
আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি: পরীমণি
বিজয়-রাব্বির বিধ্বংসী ব্যাটিংয়ে দুইশ’র দোরগোড়ায় রাজশাহী
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হলো ডিসি তানভীরকে
প্রেমের টানে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায়