বিশ্বের সবচেয়ে বড় থিম পার্ক ‘অ্যানেক গার্ডেন’
শিশু পার্কে তো বেড়াতে সব শিশুই খুব ভালোবাসে। এবার তাহলে একটি পার্কের গল্প বলা যাক। পার্কের ‘অ্যানেক গার্ডেন’। আছে ইংল্যান্ডের নর্থ অ্যাম্বারল্যান্ডের অ্যানেক শহরে।
এই বাগানের একটি দীর্ঘ ইতিহাস আছে। তবে এখন এই বাগানটিই হলো বিশ্বের সবচেয়ে সুন্দর থিম পার্কগুলোর একটি।
একটি কেন্দ্রীয় জলপ্রপাতকে কেন্দ্র করে নানা ধরনের থিমে সাজানো হয়েছে পুরো বাগান। এখন আর সে তার আসল মালিক ডাচেস অব নর্থ আম্বারল্যান্ডের কাছে নেই। একটি দাতব্য সংস্থা পরিচালনা করে। তবে বাগানটি গড়ে তুলতে মালিকরা ৪২ একর জায়গা দান করেছেন। ৯ মিলিয়ন পাউন্ডও দান করেছেন। নাম তার রলফ পাসি। তাদের হাতে গড়া এই বাগান।
বিশ্বের সবচেয়ে নতুনভাবে সুন্দর করে সাজানো বাগানগুলোর একটি এটি। পুরো বাগানের নকশা করেছেন জ্যাক ও পিটার ওয়াটস। তাদের বাগানে আছে অসাধারণ জায়গা, থিম ও খেলার জায়গা। যেকোনো মানুষের মধ্যে প্রশান্তি এনে দেয়। আছে চেরিও অর্কিডের সারি। দেখতে দারুণ অনেকগুলো জলপ্রপাত, বাশের গোলক ধাঁধা, পানিতে রাখা অনেকগুলো ভাষ্কর্য, ব্রিটেনের রাজ পরিবারের নিয়মে চক্রান্তকারীদের বন্দী করে রাখার বাগান এবং বিশ্বের অন্যতম বৃহৎ গাছের বাড়িও।
অ্যানেক গার্ডেনে ৪ হাজারের বেশি উদ্ভিদ, হাজারের বেশি মৌসুমি ফুলের সারি আছে। সেগুলোর ভেতরে খেলতে পারবে যেকোনো বয়সের শিশুরা। এ ছাড়া, বাগানের পানির মধ্যে তৈরি ভাষ্কর্যগুলোতে খেলা করা যাবে। তাতে গোসলও হয়ে যায়।
ওএফএস/এমএমএ/