১৯ তম বিডিসি-আইইউবি প্রি ওয়ার্ল্ড এর উদ্বোধন
শুরু হল ১৯ তম বিডিসি-আইইউবি প্রি ওয়ার্ল্ড বিতর্ক প্রতিযোগিতা ২০২২। বাংলাদেশ বিতর্ক কাউন্সিলের সহযোগিতায় স্কুলভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতাটি এবার বাস্তবায়ন করছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিতর্ক ক্লাব (আইইউবিডিসি)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভিন্ন ভিন্ন গ্রুপের বিতর্কের বাছাই পর্ব দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। আগামী শনিবার (১২ নভেম্বর) গ্র্যান্ড ফিনালের মাধ্যমে প্রতিযোগিতার শেষ হবে।
আইইউবিডিসি সূত্রে জানা গেছে, প্রতিযোগিতা থেকে বিজয়ী দলের জন্যে থাকবে ওয়ার্ল্ড স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ। ওয়ার্ল্ড স্কুল বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্যে ৫০টি দল এই প্রি ওয়ার্ল্ডস প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতার প্রথমদিন সারাদেশ থেকে আসা প্রায় ৪০০ শিক্ষার্থী এই আয়োজনে উপস্থিত ছিলেন।
স্কিটোর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটির আয়োজন করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। প্রতিযোগিতাটিকে আরও প্রাণবন্ত করে তুলতে আইইউবিডিসির সঙ্গে স্ন্যাক্স পার্টনার হয়েছে ওয়েল ফুড, ইউথ পার্টনার শাউট, আইসক্রিম পার্টনার সেভয়, কেক পার্টনার ড্যানকেক এবং মিডিয়া পার্টনার ঢাকাপ্রকাশ।
সেমিফাইনাল এবং ফাইনালে যাওয়ার আগে প্রতিযোগিতাটি ৬ টি প্রাথমিক রাউন্ডের সমন্বয়ে চলবে। মূল বিতর্কের বিচারকাজ পরিচালনা করবেন আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে প্রশংসিত ও অভিজ্ঞ বিচারক।
/এএস