হারিয়ে যাওয়া ‘গঙ্গা কাছিম’
বাংলাদেশে স্থানীয়রা ডাকেন ওপরের বিশেষ এবং পুরোটা ঢাকা বড় খোলটির জন্য ‘খালুয়া কাছিম’।
গঙ্গা নদী অববাহিকার স্থানীয় প্রাণী বলে এই কচ্ছপের আরেক নাম ‘গঙ্গা কাছিম’।
প্রাণী ও পরিবেশ বিজ্ঞানীদের কাছে ‘গঙ্গা তরুণাস্থি কাছিম’।
(ইংরেজিতে নাম Indian softshell turtle, Ganges softshell turtle)।
দ্বি-পদ প্রাণীর তালিকায় নামটি-Nilssonia gangetica।
‘গঙ্গা কাছিম’ কচ্ছপের এমন একটি প্রজাতি যাকে ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের নদী অঞ্চলে পাওয়া যায়।
অত্যন্ত সংকটাপন্ন এই গঙ্গা কাছিমকে আইইউসিএন ‘রেড লিস্টেড’ বা ‘লাল তালিকাভুক্ত’ করেছে।
বাংলাদেশের সরকার ও পরিবেশকর্মীদের উদ্যোগে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী, “গঙ্গা কাছিম প্রজাতি’টি সংরক্ষিত রয়েছে।”
ছবির গঙ্গা কাছিম বা কচ্ছপটি জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের কালিদহ বিলের ধারে পাওয়া গিয়েছে।
স্থানীয়রা ধরে আবার বিলে ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন সব তথ্য প্রদান করে এস. এম. আল-ফাহাদ।
তিনি ফিশারিজ বিভাগে পড়েন। তার বিশ্ববিদ্যালয়ের রিভার্স ডিফেন্ডার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। অনেক কিছু জানেন ওদের ভুবন সম্পর্কে।
ওএফএস।