শিশুদের মানসিক বিকাশে বাবুল্যান্ডের সেমিনার আছে
শিশুদের মানসিক ও শারিরীক উন্নয়নের জন্য বিকল্প খেলার জায়গাগুলো প্রয়োজন। এজন্য দেশের সবচেয়ে বড় ইনডোর ‘শিশুতোষ প্লে গ্রাউন্ড বাবুল্যান্ড’ একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে। ওদের সঠিক শারিরীক, মানসিক ও সামাজিক উন্নয়নের জন্য আজকের বাংলাদেশে এই খাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের পর্যালোচনা করা হবে। তাতে থাকবে আরো-তাদের জন্য দূষণীয় শারিরীক ও মানসিক কার্যকলাপগুলো। বিভিন্নভাবে আধুনিক যান্ত্রিক ও শহুরে জীবনে কীভাবে তারা প্রভাবিত হয়? একটি সুস্থ্য, চাপমুক্ত জীবন কীভাবে তাদের উপহার দেওয়া সম্ভব?
অন্যান্যদের মধ্যে প্যানেল আলোচক থাকবেন-ঢাকার মিরপুর রোডের মিরপুর শপিং কমপ্লেক্স, উত্তরা এবং ওয়ারীর বাবুল্যান্ডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং ওসাকা কিডসের আলি লার্নিং সেন্টারের প্রধান ও ইবনে সিনার চাইল্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কনসালটেন্ট মোবাশ শিরিন খান।
এই আলোচনা হবে ২২ অক্টোবর, ২০০ শনিবার।
স্থান : উত্তর বাড্ডা, শাহজাদপুর থেকে সুবাস্তুর দিকে যেতে থানা রোডের দিকে যেতে, সুবাস্তুর পর-বিটিআই প্রিমিয়ার প্লাজা, ৯০, বীরউত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১২।
সকাল ১০টা থেকে অনুষ্ঠানটি শুরু হবে।
প্রয়োজনে বাবুল্যান্ডে কল করতে পারেন-হটলাইন : ০১৩১৩৪২৮৪২৩।
ওএফএস।