‘রাসেল বেঁচে থাকবে ভালোবাসায়’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে ছোট সন্তান শেখ রাসেলের জন্মদিনে আজ ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে। ১৮ জন নিহতের একজন শেখ রাসেল।
তখন তার বয়স ১০।
আজ মঙ্গলবার ১৮ অক্টোবর তার জন্মদিন।
দুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শিশু রাসেলের জন্মদিন পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, র্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল ।
সকাল ১১টায় বঙ্গবন্ধু ম্যুরালের শেখ রাসেলের বাঁধানো প্রতিকৃতি এনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় দিবস উদযাপদন কমিটি।
ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান ফুলের তোড়া উপহার দিয়েছেন তাকে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা, অফিসার পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুল উপহার দিয়েছে তাকে।
শাখা ছাত্রলীগ ও সাধারণ ছেলে, মেয়েরা রাসেলকে ভালোবেসেছে।
এরপর বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে অফিসার পরিষদ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনও।
বেলা ১১ টা ৩০ ৩০ মিনিটে প্রশাসন ভবনের সামনে অফিসার পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সালাহ্ উদ্দীন আহম্মদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রেখেছেন অফিসার পরিষদের সভাপতি ও ট্রেজারার এম. বদরুল ইসলাম শোয়েব। তিনি বলেছেন, ‘শেখ রাসেল আর সব শিশুর মতোই মানবিক, পরোপকারী গুণাবলীর অধিকারী ছিলেন। বেঁচে থাকলে আজকে হতেন অনন্য গুণাবলীর ব্যক্তিত্ব।’
‘শত্রুরা ১৯৭৫ সালে ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, বিশ্ব ইতিহাসের সবচেয়ে বর্বর ও নির্মম হত্যাকান্ডে পরিবারের সঙ্গে শিশু রাসেলকেও হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার চিহ্নটুকুও নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের ঘৃণ্য অপচেষ্টা যে শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে-এ আজ প্রমাণিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানদের সঙ্গে শেখ রাসেলও বেঁচে থাকবে অনির্বাণ ভালোবাসায়।’
ওএফএস।